টাঙ্গাইলে ১৬ ইউপিতে আওয়ামী লীগ ও ৮টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

টাঙ্গাইলের নাগরপুর, মধুপুর ও কালিহাতী উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ৮টিতে স্বতন্ত্রপ্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার ২৮ নভেম্বর রাতে সংশ্লিষ্ট রির্টার্নিং কর্মকর্তারা এ ফল ঘোষণা করেন। নির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দুপুরের মধ্যে মধুুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মজিবর রহমান ও কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী মাসুদুর রহমান বালা ও আইয়ূব আলী ভোট বর্জনের ঘোষণা দেন।
নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আর ছয়টি ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থীরা বিজয়ী হয়েছেন। নাগপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনিত বিজয়ী চেয়ারম্যানরা হলেন- সলিমাবাদ ইউনিয়নে সাইদুল ইসলাম অপু, নাগরপুর সদর ইউনিয়নে কুদরত আলী, মোকনা ইউনিয়নে শরিফুল ইসলাম, মামুদনগর ইউনিয়নে শেখ মো. জজ কামাল, বেকড়া ইউনিয়নে শওকত আলী। এ উপজেলায় স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন দপ্তিয়র ইউনিয়নে এম ফিরোজ সিদ্দিকী, গয়হাটা ইউনিয়নে সামছুল হক, পাকুটিয়া ইউনিয়নে সিদ্দিকীকুর রহমান, ধুবুরিয়া ইউনিয়নে সাদিকুর রহমান, ভাদ্রা ইউনিয়নে শওকত হোসেন ও সহবতপুর ইউনিয়নে তোফায়েল আহমেদ।
কালিহাতী উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আর বাকি একটিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় আওয়ামী লীগ মনোনিত বিজয়ী প্রার্থীরা হলেন- নারান্দিয়া ইউনিয়নে মাসুদ তালুকদার, কোকডহড়া ইউনিয়নে নুরুল ইসলাম, দশকিয়া ইউনিয়নে এমএ মালেক ভূঁইয়া, সল্লা ইউনিয়নে আব্দুল আলিম, গোয়ালিয়াবাড়ি ইউনিয়নে আব্দুল হাই আকন্দ, পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সহদেবপুর ইউনিয়নে মোখলেসুর রহমান খান ফরিদ, বল্লা ইউনিয়নে ফরিদ খান, নাগবাড়ি ইউনিয়নে আব্দুল কাইয়ুম বিপ্লব।
দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
মধুপুর উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে দুইটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি একটিতে স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন। নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন মির্জাবাড়ি ইউনিয়নে সাদেকুর রহমান ও গোলাবাড়ি ইউনিয়নে গোলাম মোস্তফা খান বাবলু। আর আলোকদিয়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আবু সাঈদ খান সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
জামান / জামান

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি
