দোহারের মাহমুদপুর ইউনিয়নে সেতু-সড়কে ড্রেজারের পাইপ
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে সেতুর ওপর, সড়ক ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে রয়েছে ড্রেজারের পাইপলাইন। এ নিয়ে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। দোহারের কুসুমহাটি ইউনিয়নে ফজলে রাব্বি দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক দিন অভিযান চালিয়ে তিনটি ড্রেজারের পাইপ ধ্বংস করেন। তবে এ ধরনের অভিযান মাহমুদপুর ইউনিয়নে না চালানোর কারণে পুরো ইউনিয়নজুড়ে রাস্তার ওপরে রয়েছে বেশকিছু ড্রেজারের পাইপ। রাস্তা দখল করে পাইপ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে সেতু, কৃষিজমি ও রাস্তায় ওপর পাইপ নিয়ে রমরমা ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালীরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশের সড়কে ওপর দিয়ে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। সড়ক ছাড়া এ পাইপ নেওয়া হয়েছে সেতুর পাশ দিয়ে। সেতুর পাশ দিয়ে পাইপ নেওয়ায় সেতুটি ঝুকিপূর্ণ হয়ে পড়ছে।অন্য দিকে দুলুখার ব্রিজেরও একই অবস্থা। তবে স্থানীয়দের অভিযোগ এই ব্রিজটা এমনই ভেঙে আছে। তার মধ্যে ড্রেজার ব্যবসাইরা তাদের ড্রেজার পাইপ ব্রিজের পাশ দিয়ে বেঁধে নিয়ে বালু ভরিতেছে বিভিন্ন স্থানে এতে আরো ঝুঁকির মধ্যে পরেছে ব্রিজটি। এছাড়া মাহমুদপুর ইউনিয়নের পরিষদের সামনেসহ ঐ ইউনিয়নে বিভিন্ন সড়কের পাশ ছাড়াও কাচা রাস্তার মাটি কেটে নিচ ও ওপর দিয়ে নেওয়া হয়েছে ড্রেজারের পাইপ। এসব জায়গায় পাইপের ওপর মাটি ফেলে কয়েক ফুট উঁচু করা হয়েছে। এতে চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, দোহারে যারা ড্রেজার চালায় তারা প্রশাসনের থেকে শক্তিশালী। এর কারণ হল তারা একদিক থেকে পাইপ ধ্বংস করে দিয়ে যায় অন্য দিক দিয়ে বা কিছু সময় পার হলেই তারা আগের মত সেই অবস্থায় ফিরে যায়। এ ভাবে চোর পুলিশ খেলে তারা। এই চোর পুলিশ খেলা থামিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আল আমিন হোসেন বলেন, আমাদের এলাকায় যে ভবে ড্রেজারের পাইপে ছেয়ে গিয়েছে তা দেখে এখন আর মনে হয় না যে এটা আর আমাদের ইউনিয়ন। মাহমুদপুর গ্রামে ধুলুখার ব্রিজ নামে পরিচিত যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে তিনটি পাইপ নিয়ে ছিল ড্রেজার ব্যবসাইরা। এবিষয় নিয়ে আমি এলাকাবাসী পক্ষ থেকে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি লিখিত অভিযোগ করেছি ২৫/১১/২১ তারিখে।
এ বিষয়ে ওই এলাকার আরেক বাসিন্দা শেখ আবুল বলেন, এই ব্রিজ দিয়ে যখন পাইপ নেয় তখন আমরা এলাকাবাসীরা বাধা দেই কিন্তু তারা কোনো কথা শোনে না। তারা প্রভাবশালী বলে কেউ আর কিছু করতে পারেনি।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে পাইপ নেয়া হয়েছে রাস্তা ওপর দিয়ে এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, এই পাইপ নিয়েছে সাবেক চেয়ারম্যানের ভাই ইয়াকুব আলী। আমি বাধা দিয়েছি, তারা শোনেনি। তরপর আমি তাকে নিষেধ করেছি, কিন্তু সে তাও শোনেনি।
রাস্তার ওপর দিয়ে যে ড্রেজার পাইপ নিয়েছে সে বিষয় প্রশাসনের কাছে থেকে কোনে অনুমতি নিয়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে ড্রজার ব্যবসায়ী অ্যাডভোকেট জিন্নত চোকদার বলেন, আমাদের ড্রেজার ব্যবসায়ী সমিতি আছে, সেখানকার সভাপতি বশির উদ্দিন এবং সেক্রেটারি মাহাবুব খান। আপনি তাদের সাথে কথা বলেন। তখন তাকে আবার প্রশ্ন করা হয়, পাইপ তো আপনি নিয়েছেন তাই আপনি বলেন। তখন তিনি উত্তরে বলেন, আমি যে পাইপ নিয়েছি তাতে জনগণের কোনো সমস্যা হচ্ছে না। আর আপনারা ভালো কিছু নিয়ে নিউজ করেন, এগুলো নিয়ে নিউজ করার কী দরকার?
ড্রেজারের পাইপের বিষয় নিয়ে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈমের সাথে কথা হলে তিনি বলেন, আমরা অতিদ্রুত এ বিষয় নিয়ে অভিযান পরিচালনা করব।
এমএসএম / জামান
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার
সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি
Link Copied