ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক-এর প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৬-১২-২০২১ বিকাল ৫:১১
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক-এর প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার আদালতপাড়ার দৃষ্টিনন্দন পুকুরপাড় সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদেরর অঙ্গসংগঠন ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. রাশেদ খান মেনন (রাসেল), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ, দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সাধারণ সম্পাদক এএম আনিসুজ্জামান, কবি-সাহিত্যিক এনায়েত করিম, অ্যাডভোকেট তমাল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানসহ অন্য অতিথিগণ। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশমিক ফাউন্ডেশন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- দশমিক সংগঠনের সহ-সভাপতি ওমি খান, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান, কোষাধ্যক্ষ নিলয় সাহা, সাংস্কৃতিক ও চিকিৎসা বিষয়ক সম্পাদক প্রাপ্ত সাহা, দপ্তর সম্পাদক ত্রিযান চৌহান, কার্যকারী সদস্য মুশফিকুর আহমেদ রোমান, ইয়াসিন, ফৌজিয়া, হাবিবা, অন্তরা, আকবরসহ অন্য সদস্যবৃন্দ।
 
দশমিক সংগঠনটি ছিন্নমূল পথশিশুদের শিক্ষাদান করতে বস্তি এলাকায় খোলা আকাশের নিচে দশমিক পাঠশালা করে ইতোমধ্যে অনেকের প্রশংসা পেয়েছে। টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও উদ্যমী ছাত্রছাত্রীরা ফেসবুক গ্রুপের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে টিফিনের টাকা ও হাত খরচের জমানো টাকা দিয়ে সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। শীতকালে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, পথশিশুদের স্বাস্থ্য সচেতন করে ও পিঠা উৎসবের আয়োজন করে পথশিশুদের উৎসাহিত করে থাকে।
 
আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কেক কাটা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।  

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক