ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মান্দায় ভূমি কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে কৃষিজমির মাটি কর্তন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২১ দুপুর ৩:২৬

নওগাঁর মান্দায় কৃষকদের সার, বীজ ও টাকার প্রলোভন দেখিয়ে মাটি ব্যবসায়ীরা তিন ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি করছেন ভাটা মালিকদের কাছে। টাকা ও সার-বীজের লোভে অনায়াসে কৃষিজমির টপ সয়েল বিক্রি করছেন কৃষকরা। জমির টপ সয়েলের পাশাপাশি গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে উঁচু ভিটা-মাটি, পুকুরপাড় কেটে সয়লাব করছেন তারা। সেই সাথে প্রাকৃতিকভাবে জন্মানো অনেক অক্সিজেন প্রদানকারী গাছ নষ্ট করে চলেছেন। এসব কারণে জমির উর্বরতা শক্তি হারানোর সাথে উৎপাদন ক্ষমতা ব্যাহত হচ্ছে, যার করণে জমি হারাচ্ছে শস্য উৎপাদন ক্ষমতা। এতে দেখা দেবে খাদ্য ঘাটতি।

এছাড়াও মোটা অংকের প্রলোভন দেখিয়ে ফসলি জমি কেটে পুকুর খনন করে দিচ্ছেন মাটি ব্যবসায়ীরা। সল্পমূল্যে মাটি কিনে লাভবান হচ্ছেন ভাটা মালিকরা। মাঠজুড়ে স্কেভেটর (ভেকু) মেশিন বসিয়ে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাচ্ছেন ইটভাটায়। এতে গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ-কার্লভাট নষ্ট হচ্ছে। ফলে ভবিষ্যতে চরম ভোগান্তিতে পড়বেন ওই সব এলাকার সাধারণ মানুষ। যেন দেখার কেউ নেই।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করে তাদের সহযোগিতায় প্রতিনিয়ত রাস্তাঘাট নষ্ট করে মাটি বাণিজ্য করে যাচ্ছেন তারা। এসব বিষয়ে স্থানীয়রা ভূমি কর্মকর্তাদের জানালেও ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তাদের সাথে সখ্য গড়ে চলে যান। দায় এড়াতে কর্মকর্তারা দায়সারাভাবে স্পটে এসে ঘুরে গেলেও কোনো ব্যবস্থা নেন না তারা। দিনের পর দিন মাটি কর্তনের কাজ চলছে উপজেলার মাঠজুড়ে। কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড দেখে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অনেক সময় মাটি বহনকারী গাড়ি চলাচল বন্ধ করে দিলে স্থানীয় প্রতিনিধিদের ম্যানেজ করে আবারো বহালতবিয়তে কাজ করে যাচ্ছেন তারা। ফলে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ  ভুক্তভোগী মানুষজন। অনেকে মাটি ব্যবসায়ীদের ভয়ে মুখ খুলছেন না।

জানা গেছে, পরানপুর ইউপির সদরপুর গ্রামের মাঠে তিনটি স্কেভেটর (ভেকু) মেশিন বসিয়ে ২০ থেকে ২৫টি টাক্টার দিয়ে মাটি বহন করে নিয়ে যাচ্ছে  এলাকার বিভিন্ন ইটভাটায়। প্রতি গাড়ি জমির টপ সয়েল বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। 

বৈলশিং গ্রামের স্থানীয়রা জানান, মাটি ব্যবসায়ী আলম ও লিটন আমাদের পাড়ার কাঁচা রাস্তা নষ্ট করে  মাটি বহন করে নিয়ে যাচ্ছেন ইট ভাটায়। এতে করে ধুলায় পরিবেশ দূষণের পাশাপাশি আমাদের রাস্তা-ঘাট কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে। মাটি বহন করে একটি কালভার্ট ভেঙ্গে ফেলেছে তারা। আমরা বাঁধা দিয়ে মাটির গাড়ি বন্ধ করে দিয়ে ছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। তারা প্রভাবশালী হওয়ায় কাউকে তোয়াক্কা করছে না।  পরানপুর ভূমি অফিস কর্মকর্তা লতিফুর ও রাসেলকে বলেও কোন কাজ হয় না। কিছুদিন আগে কালাচিতা গ্রামে পুকুর খনন করে ওই এলাকার রাস্তাঘাট নষ্ট করে দিয়েছে। 

পরানপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা লতিফর রহমানের মাটি ব্যবসায়ীদের সাথে সখ্যতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি বারবার উপজেলা ভূমি অফিসে ভেকু ও ট্রাক্টরের চাবি জব্দ করে দিলে ব্যবস্থা গ্রহণ করেন না তারা। চাবি নিয়ে আবার কাজ শুরু করেন মাটি ব্যবসায়ীরা। 

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, মাটির উপরিভাগের ১০-১৫ ইঞ্চির মধ্যে উর্বরতা শঢ়ক্তি থাকে। মাটি খুঁড়ে বিক্রি করার ফলে তা পুনরায় ফিরে আসতে সময় লাগে। এ ছাড়া মাটির এই অংশে যে কোনো ফসল বেড়ে উঠার গুণাগুণ সুরক্ষিত থাকে। বীজ রোপণের পর এই অংশ থেকেই ফসল প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে বড় হয়। এটাকে টপ সয়েল বলে। এই টপ সয়েল একবার কেটে নিলে সে জমিতে আর প্রাণ থাকে না। 

 

এমএসএম / জামান

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন