ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ১:৪৮

বাংলাদেশের বৃহৎ মানবাধিকার প্রতিষ্ঠান ‘হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উদযাপন উপলক্ষে মানবাধিকার রক্ষায় বিভিন্ন সংগঠন যৌথভাবে মানববন্ধন করে। এরপর একটি আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

দিবসটির তাৎপর্য নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, অ্যাডভোকেট আল রুহী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শামীম আল মামুন, নারী নেত্রী নাজমুস সালেহীন, মঞ্জু রানী প্রামাণিকসহ অন্যান্য মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম মোল্লা, এ এম আনিসুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর-এ আলম বিদ্যুৎ, সুজন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, সুমন সরকার, নজরুল ইসলাম খান, উপ-আইন বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আবু তারেক সিদ্দিকী সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান সাগর, কার্যনির্বাহী সদস্য মো. রুবেল খান, শরিফুল ইসলাম শরিফ, মোহাম্মদ জুয়েল রানাসহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ।  

হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল) ও সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন বলেন, মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আমরা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পতাকাতলে সমবেত হয়েছি। এই মানবাধিকার প্রতিষ্ঠানটি সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমতো মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসাহিত করি।

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক