ফুলছড়িতে জমে উঠেছে ৫ম ধাপের নির্বাচন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমে উঠেছে নির্বাচন। প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় ফুলছড়ির ছয়টি ইউনিয়ন নির্বাচন উৎসব মূখর হয়ে উঠেছে। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিছন্ন আধুনিক ইউনিয়ন গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন।
৫ম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ফুলছড়িতে ৬টি ইউনিয়ন পরিষদে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন মেম্বার পদে ৯৭ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাড়ালো ৩৫৯ জনে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, ইসলামী আন্দলন ও স্বতন্ত্র প্রার্থী সহ মেম্বার প্রার্থীদের ঢাক-ঢোল নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।
ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সোহেল রানা শালু। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
এ ছাড়াও ২নং উড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৩নং উদাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আসাদুজ্জামান বাদশা, আল আমিন আহমেদ (জাতীয় পার্টি), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), অনিক হাসান টিটু (স্বতন্ত্র), শাহিন মিয়া (স্বতন্ত্র) এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইউনুস আলী। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৫নং ফুলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আজহারুল হান্নান। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।৬নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইউনুস আলী। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, ফুলছড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার ৭’শ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৫১ হাজার ১৭২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৫১ হাজার ৫৬৪জন।
উল্লেখ্য, ৫ম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ০৫ জানুয়ারি ভোট গ্রহণ।
এমএসএম / এমএসএম
মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল
ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ
নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা
সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন
বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন
মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ
তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
Link Copied