ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফুলছড়িতে জমে উঠেছে ৫ম ধাপের নির্বাচন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১:২৫
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমে উঠেছে নির্বাচন। প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় ফুলছড়ির ছয়টি  ইউনিয়ন  নির্বাচন উৎসব মূখর হয়ে উঠেছে। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিছন্ন আধুনিক ইউনিয়ন গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। 
৫ম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ফুলছড়িতে ৬টি ইউনিয়ন পরিষদে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন মেম্বার পদে ৯৭ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাড়ালো ৩৫৯ জনে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, ইসলামী আন্দলন ও স্বতন্ত্র প্রার্থী সহ মেম্বার প্রার্থীদের ঢাক-ঢোল নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।
ফুলছড়ি উপজেলা  নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সোহেল রানা শালু। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
এ ছাড়াও ২নং উড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৩নং উদাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আসাদুজ্জামান বাদশা, আল আমিন আহমেদ (জাতীয় পার্টি), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), অনিক হাসান টিটু (স্বতন্ত্র), শাহিন মিয়া (স্বতন্ত্র) এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইউনুস আলী। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৫নং ফুলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আজহারুল হান্নান। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।৬নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইউনুস আলী। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, ফুলছড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার  ৭’শ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৫১ হাজার ১৭২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৫১ হাজার ৫৬৪জন।
উল্লেখ্য, ৫ম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ০৫ জানুয়ারি ভোট গ্রহণ।

এমএসএম / এমএসএম

উন্নয়নহীন ১২ হাজার মানুষের জীবনযুদ্ধ: বড়লেখায় এক অবহেলিত পাহাড়ি জনপদের নাম 'বোবারথল'

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে