ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফুলছড়িতে জমে উঠেছে ৫ম ধাপের নির্বাচন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১:২৫
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমে উঠেছে নির্বাচন। প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় ফুলছড়ির ছয়টি  ইউনিয়ন  নির্বাচন উৎসব মূখর হয়ে উঠেছে। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিছন্ন আধুনিক ইউনিয়ন গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। 
৫ম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ফুলছড়িতে ৬টি ইউনিয়ন পরিষদে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারন মেম্বার পদে ৯৭ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২২৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাড়ালো ৩৫৯ জনে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ, জাতীয়পার্টি, ইসলামী আন্দলন ও স্বতন্ত্র প্রার্থী সহ মেম্বার প্রার্থীদের ঢাক-ঢোল নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।
ফুলছড়ি উপজেলা  নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সোহেল রানা শালু। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
এ ছাড়াও ২নং উড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৩নং উদাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আসাদুজ্জামান বাদশা, আল আমিন আহমেদ (জাতীয় পার্টি), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), অনিক হাসান টিটু (স্বতন্ত্র), শাহিন মিয়া (স্বতন্ত্র) এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৪নং গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইউনুস আলী। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
৫নং ফুলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আজহারুল হান্নান। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।৬নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ইউনুস আলী। এ ছাড়াও এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সাধারন মেম্বার পদে ১৬ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, ফুলছড়ি উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার  ৭’শ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৫১ হাজার ১৭২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৫১ হাজার ৫৬৪জন।
উল্লেখ্য, ৫ম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনের রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ০৫ জানুয়ারি ভোট গ্রহণ।

এমএসএম / এমএসএম

বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের

ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা

চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান

মোবাইল কোর্টের অভিযান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা

রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ