জুড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন এ প্রতিপাদ্য কে সামনে রেখে "ডিজিটাল বাংলাদেশ দিবস" ২০২১ উদযাপন করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডিমিক অফিসার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা শিক্ষা অফিসার মনতোষ কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, ডিএসবিতে কর্মরত পুলিশ সদস্য হামিম চৌধুরী, মানিক সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলী, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকা আকলিমা আক্তার, দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়শা বেগম, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের বিশেষ প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা বলেন, বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তর করতে স্বপ্ন দেখতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর এই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক বলেন, বর্তমান সরকারের অবদানে দেশ এখন পুরো ডিজিটাল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ দেশকে ডিজিটাল রুপ দেওয়ার জন্য।
অনুষ্ঠান শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন
কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা
তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন
ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি
তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত
ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড়লেখা সীমান্তে বিজিবির টহলে ২টি ভারতীয় গরু আটক
শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন চট্টগ্রামের মানবিক ডিসি
Link Copied