ভারতে কি বন্ধ হবে ফেসবুক-টুইটার?
ডিজিটাল কনটেন্টকে নিয়মের জালে বেঁধে ফেলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে নতুন নিয়ম-কানুন জারি করেছিল, তা আগামীকাল (২৬ মে) কার্যকর হতে চলেছে। দেশটির সরকারি সূত্রের দাবি, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানিই ওই নিয়ম মেনে পদক্ষেপ গ্রহণ করেনি, যার জেরে কেন্দ্রের রোষে পড়তে পারে তিন সংস্থাকে।
ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, নতুন নিয়ম মেনে চলা হচ্ছে কি-না, সেজন্য একজনকে নিয়োগ করতে হবে সব কোম্পানিকে। সাইটে কোনো আপত্তিকর কনটেন্ট রয়েছে কি-না, তা দেখার এবং প্রয়োজনে সরানোর দায়িত্বেই তিনি থাকবেন। এই নিয়ম সবকটি সংস্থাকেই মেনে চলার নির্দেশ দেয়া হয়েছিল।
এদিকে, গত ২৫ ফেব্রুয়ারি দেশটির কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কেন্দ্রের জারি করা নতুন নিয়ম যাতে মানা হয়, তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের কর্তৃপক্ষকে তিন মাস সময় দেয়া হচ্ছে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য। যদি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো বড় সংস্থা সে নিয়ম না মানে, সেক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে কী পদক্ষেপ করা হবে, এখন সেটাই দেখার বিষয়।
বিশেষজ্ঞদের দাবি, শাস্তি হিসেবে দুই দিনের জন্য ফেসবুক এবং টুইটারকে ব্লক করতে পারে কেন্দ্র।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫৩ কোটি, ইউটিউব ব্যবহারকারী ৪৪ কোটি ৮০ লাখ, ৪১ কোটি মানুষ ফেইসবুক ব্যবহার করেন, ইনস্টাগ্রামের ২১ কোটি অ্যাকাউন্ট ভারতীয়দের আর টুইটার ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৭ কোটির বেশি।
সূত্র : আনন্দবাজার
প্রীতি / জামান
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার
বিশ্বের সবচেয়ে স্লিম ফাইভজি ফোন এখন বাংলাদেশে
বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে
স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে
গুগল ক্রোম বিক্রি করতে হবে না!
সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে
মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা
জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই
বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে
এসিরও হার্ট আছে জানেন কি?