ভারতে কি বন্ধ হবে ফেসবুক-টুইটার?

ডিজিটাল কনটেন্টকে নিয়মের জালে বেঁধে ফেলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে নতুন নিয়ম-কানুন জারি করেছিল, তা আগামীকাল (২৬ মে) কার্যকর হতে চলেছে। দেশটির সরকারি সূত্রের দাবি, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানিই ওই নিয়ম মেনে পদক্ষেপ গ্রহণ করেনি, যার জেরে কেন্দ্রের রোষে পড়তে পারে তিন সংস্থাকে।
ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, নতুন নিয়ম মেনে চলা হচ্ছে কি-না, সেজন্য একজনকে নিয়োগ করতে হবে সব কোম্পানিকে। সাইটে কোনো আপত্তিকর কনটেন্ট রয়েছে কি-না, তা দেখার এবং প্রয়োজনে সরানোর দায়িত্বেই তিনি থাকবেন। এই নিয়ম সবকটি সংস্থাকেই মেনে চলার নির্দেশ দেয়া হয়েছিল।
এদিকে, গত ২৫ ফেব্রুয়ারি দেশটির কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কেন্দ্রের জারি করা নতুন নিয়ম যাতে মানা হয়, তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের কর্তৃপক্ষকে তিন মাস সময় দেয়া হচ্ছে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য। যদি ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মতো বড় সংস্থা সে নিয়ম না মানে, সেক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে কী পদক্ষেপ করা হবে, এখন সেটাই দেখার বিষয়।
বিশেষজ্ঞদের দাবি, শাস্তি হিসেবে দুই দিনের জন্য ফেসবুক এবং টুইটারকে ব্লক করতে পারে কেন্দ্র।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫৩ কোটি, ইউটিউব ব্যবহারকারী ৪৪ কোটি ৮০ লাখ, ৪১ কোটি মানুষ ফেইসবুক ব্যবহার করেন, ইনস্টাগ্রামের ২১ কোটি অ্যাকাউন্ট ভারতীয়দের আর টুইটার ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৭ কোটির বেশি।
সূত্র : আনন্দবাজার
প্রীতি / জামান

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা-কক্সবাজার- ফ্রি এয়ার টিকেট জেতার সুযোগ দিল পিপলএনটেক

বন্ধ হচ্ছে একক ব্যান্ডের রাউটার

বাতাস-সূর্যের আলো ছাড়াই শক্তি যোগাবে নতুন ব্যাটারি প্রযুক্তি

চোর ও পুলিশ দু’পক্ষকেই বিপাকে ফেলবে আইফোনের নতুন ফিচার

খাবারের টাকায় ওয়াশিং পাউডার কেনায় চাকরি গেল কর্মীর!

ক্লাচ ছাড়াই বদলে যাবে মোটরসাইকেলের গিয়ার

শুধু বাংলাদেশেই ১ কোটির বেশি ভিডিও ডিলিট করল টিকটক
