দোহারে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনী সভা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (বিসিভোয়া) আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন-২০২১ উপলক্ষে মাহবুব উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌযান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের ২৫ সদস্যবিশিষ্ট প্যানেলের উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবর্তনের দৃঢ়প্রত্যয়ে আসুন-সামনে এগিয়ে যাই’ এই প্রতিপাদ্যে শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার নারিশা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির।
এ সময়ে জাহাজ ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, জাহাজ মালিকদের নিকট আমি দোয়া ও ভোট প্রার্থী। জাহাজ ব্যবসাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে হলে আপনারা জ্ঞান-বুদ্ধি দিয়ে পর্যালোচনা করে আমাদের প্যানেলকে ভোট দেবেন। আমি আশাবাদী, আসন্ন নির্বাচনে আপনারা আমাদের ২৫ জনের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশা আল্লাহ।
সভায় বিশেষ বক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা তারিক আলম জাহাজ ব্যবসায়ীদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, আপনারা নুরুল হকের ধোঁকাবাজিতে পড়বেন না। এই নুরুল হক মাডার কেসের আসামি থাকা অবস্থায় আমাকে অনুরোধ করাতে তার নাম পরিবর্তন করে কামাল হোসেন নামে আমি তাকে কুয়েতে নিয়ে গিয়েছিলাম। কুয়েতে গিয়েও সে আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। আর আমি দীর্ঘ ৫ বছর কুয়েতে তার জন্য ভোগান্তির শিকার হয়েছি। এই ধোঁকাবাজ যদি ক্ষমতায় থাকে তাহলে জাহাজ ব্যবসার অস্তিত্ব শেষ হয়ে যাবে। আপনাদের সৌভাগ্য যে আপনারা মাহবুব উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন প্যানেল পেয়েছেন। এই প্যানেলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের ভাগ্য সুপ্রশন্ন হবে ইনশা আল্লাহ।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মহিউদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাহাজ ব্যবসায়ী আওলাদ হোসেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হান্নান খান, জাহাজ ব্যবসায়ী মহসিন শিকদার চঞ্চল, মাহবুব উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌযান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদ প্যানেলের সদস্য লক্ষণ চন্দ্র ধর, মো. মাসুদ করিম, মোহাম্মদ আলী, রেজাউল করিম, মো. রকিবুল আলম (দিপু), মো. আলী হেসাইন, একেএম সামসুজ্জামান, মো. মশিউর রহমান, আব্দুল মতিন তালুকদার, ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন শিকদার, মো. মোশারফ হোসেন, আ. বাতেন রনি, মো. আনিসুর রহমান, মো. মিলন শিকদার, মো. আলমগীর হোসেন, আকন্দ মো. সোহরাব হোসেন, মো. শামিমুর রহমান শিপন, আলহাজ মো. আব্দুর রহমান, হাজী মো. আলমগীর হোসেন, মো. আক্তার ফারুক, মোড়ল আবু বকর সিদ্দিক, মো. সোহাগসহ প্রায় তিন শতাধিক জাহাজ ব্যবসায়ী।
এমএসএম / জামান

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম
