ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

প্রিসাইডিং অফিসাররা ভোটের ফলাফল পাল্টে দিয়েছেন : অভিযোগ নারী প্রার্থীর


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৩০-১২-২০২১ বিকাল ৫:৪৬

সুবিধা নিয়ে প্রভাবিত হয়ে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছেন সংশ্লিস্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা- এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থী মোসা. জাহেদা বেগম। গতকাল বুধবার কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি ‍আরো অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা তার প্রধান নির্বাচনী এজেন্টসহ তাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিল তার নিার্বচনী এজেন্ট আলী হোসেন, মামুন এবং পরিবারের সদস্যরা। 

লিখিত বক্তব্যে জাহেদা বেগম বলেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বই প্রতীক নিয়ে ৬, ৭, ৮নং ওয়ার্ড থেকে তিনি র্নিবাচনে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে (২৬ ডিসেম্বর) গণনার সময় তার ৬ ও ৭নং কেন্দ্রের নির্বাচনী এজেন্ট সরোয়ার, মামুনকে ফলাফলের বিবরণী কাগজে স্বাক্ষর রেখে কেন্দ্র থেকে বের করে দিয়ে মনগড়া ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তারা। ৮নং ওয়ার্ডের বই প্রতীকের এজেন্ট আলী হোসেন ফলাফল বিবরণীর কাগজে স্বাক্ষর না করেই কেন্দ্র ত্যাগ করেন। 

ভোট পুনঃগণনার দাবি জানিয়ে লিখিত বক্তব্যে জাহেদা বলেন, প্রাপ্ত ভোটে তিনি জয়লাভ করলেও ৬, ৭, ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা দুর্নীতির আশ্রয় নিয়ে ক্ষমতার বলে তাকে কেন্দ্র থেকে বের করে দিয়ে মাইক প্রতীকের প্রার্থী সালমা বেগমকে বিজয়ী ঘোষণা করেছেন। বিষয়টি ভোটের দিন রাতেই উপজেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।  

একই সংরক্ষিত ওর্য়াডের অপর অংশগ্রহণকারী প্রার্থী দুলালী বেগম বলেন, ৭নং ওয়ার্ডে তার এজেন্টদের প্রবেশ করতে বাধা প্রদানসহ দীর্ঘ সময় কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। ভোট গণনাকালে অন্য প্রার্থীরা উপস্থিত থাকতে পারলেও তাকে থাকার সুয়োগ দেয়া হয়নি। কিন্তু ফলাফল বিবরণীতে তাকে স্বাক্ষর দিতে বাধ্য করে। তিনি দাবি করেন, ৮নং ওয়ার্ড কেন্দ্রে ফলাফল ঘোষণয় সময়ক্ষেপণ করা হয়েছে শুধুমাত্র সালমা বেগমকে বিজয়ী করতে।  

একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ইভিএম মেশিনে ভোটগ্রহণের পর ফলাফল প্রিন্ট হয়ে বের হয়ে আসে। জাহেদা বেগমকে প্রিন্টেড ফলাফল দেখানো হয়েছে। এরপরও তিনি সন্তুষ্ট হতে না পারলে নিয়মানুযায়ী ৩০ দিনের মধ্যে আদালতে মামলা করতে পারেন।

শাফিন / জামান

পঞ্চগড়ের দুইটি আসনে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

রায়গঞ্জে বিআরডিবির বার্ষিক সভা ও গণভোট প্রচারণা সভা

গোপালগঞ্জের তিন আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিলেন রিটার্নিং কর্মকর্তা

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, আজমেরী বাসের দুই চালকসহ আটক-৩

কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৮০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান

পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ

শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা

বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি

কুমিল্লায় নিহত র‍্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন