ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বশেমুরবিপ্রবিতে এক টুকরো সিলেট


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১:৫৮

'সিলেট থেকে যারা পদ্মা সেতু পার হয়ে এখানে আসতে পারে, তারা মন থেকে চাইলে যে কোনো অসাধ্য সাধন করারও যোগ্যতা রাখে’- নবীনদের উদ্দেশ্যে কথা বলছিলেন সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বাবলু আজাদ। দূরত্বের দিক থেকে বিবেচনা করলে সিলেট থেকে প্রায় ৪৩২ কি.মি দূরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে এই দূরত্ব বাধা হয়ে দাঁড়ায়নি একঝাঁক তরুণ স্বপ্নবাজের কাছে। হয়তোবা ততদিনে তারা উপলব্ধি করতে পেরেছেন মাথা উঁচু করে দাঁড়ানোর মর্ম। টিকে থাকা আর মাথা উঁচু করে টিকে থাকার মধ্যে বিশাল ফারাক। এ লড়াই কখনো এক হতে পারে না। ফলশ্রুতিতে বশেমুরবিপ্রবিতে আছে একটু টুকরো সিলেট। 

যাই হোক, বলছিলাম বিকেলে লেকপাড়ের আড্ডার কথা। উপস্থিত ছিলেন মাস্টার্স থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী। শুরুতে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের সঞ্চালনায় প্রথম ও দ্বিতীয় বর্ষের সবাই পরিচিত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করলেন। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবে একদল প্রবীণ। বশেমুরবিপ্রবিতে আসা ছোট ভাই-বোনদের সহযোগিতার লক্ষ্যে যাদের অদম্য চেষ্ঠায় বশেমুরবিপ্রবিতে গঠিত হয়েছিল সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি।

 

চার-পাঁচ বছরের নিজেদের অভিজ্ঞতা, প্রাপ্তি, অপ্রাপ্তি ও পরামর্শ দিচ্ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. বাবলু আজাদ তালুকদার, ফার্মেসি বিভাগের মাস্টার্সের মো. রাকিব, ইএসডি বিভাগের ইমরান কবির, আইন বিভাগের রাজিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. ওবায়দুল হক, ইংরেজি বিভাগের মো. শাহিনুর ইসলাম। সমিতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে রোডম্যাপ নিয়ে আলোচনা করলেন সভাপতি মনিরুল ইসলাম রোকন ও সাধারণ সম্পাদক রাকিব।

 

নতুনরাও মনোযোগ দিয়ে শুনছিলেন। গল্প করার ফাঁকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাকিব ও সৈকতের কণ্ঠের গান ক্লান্তিকে নিমেষেই মিলিয়ে দিয়ে সময়টাকে আরো প্রাণবন্ত করে তোলে। সবশেষে বিরিয়ানি দিয়ে আড্ডার সমাপ্তি ঘটে।

বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে সিলেটিরা সংখ্যায় অনেক কম। নিজেদের আইডেন্টিটি গড়তে সমাজের রীতিনীতির গণ্ডি পেরিয়ে আসতে পোহাতে হয় ঝামেলার পর ঝামেলা। এখানেও ব্যতিক্রম নয়। বশেমুরবিপ্রবিতেও অন্যান্য বিভাগের তুলনায় সিলেট থেকে আসা শিক্ষার্থী অনেক কম।

২০১৯ সালের নবীনবরণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় ছাত্রকল্যান সমিতির প্রধান উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মাঈদুল হোসাইন বলেছিলেন, ‘সিলেটিরা সংখ্যায় কম দেখে হতাশ হওয়া যাবে না, যে কমসংখ্যক-ই আসে, তারা নিজেদের জায়গায় যোগ্যতার প্রমাণ রেখে যায়।’

এমএসএম / এমএসএম

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ