ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বশেমুরবিপ্রবিতে এক টুকরো সিলেট


খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি photo খাদিজা জাহান তান্নি, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১:৫৮

'সিলেট থেকে যারা পদ্মা সেতু পার হয়ে এখানে আসতে পারে, তারা মন থেকে চাইলে যে কোনো অসাধ্য সাধন করারও যোগ্যতা রাখে’- নবীনদের উদ্দেশ্যে কথা বলছিলেন সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বাবলু আজাদ। দূরত্বের দিক থেকে বিবেচনা করলে সিলেট থেকে প্রায় ৪৩২ কি.মি দূরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে এই দূরত্ব বাধা হয়ে দাঁড়ায়নি একঝাঁক তরুণ স্বপ্নবাজের কাছে। হয়তোবা ততদিনে তারা উপলব্ধি করতে পেরেছেন মাথা উঁচু করে দাঁড়ানোর মর্ম। টিকে থাকা আর মাথা উঁচু করে টিকে থাকার মধ্যে বিশাল ফারাক। এ লড়াই কখনো এক হতে পারে না। ফলশ্রুতিতে বশেমুরবিপ্রবিতে আছে একটু টুকরো সিলেট। 

যাই হোক, বলছিলাম বিকেলে লেকপাড়ের আড্ডার কথা। উপস্থিত ছিলেন মাস্টার্স থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী। শুরুতে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের সঞ্চালনায় প্রথম ও দ্বিতীয় বর্ষের সবাই পরিচিত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করলেন। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবে একদল প্রবীণ। বশেমুরবিপ্রবিতে আসা ছোট ভাই-বোনদের সহযোগিতার লক্ষ্যে যাদের অদম্য চেষ্ঠায় বশেমুরবিপ্রবিতে গঠিত হয়েছিল সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি।

 

চার-পাঁচ বছরের নিজেদের অভিজ্ঞতা, প্রাপ্তি, অপ্রাপ্তি ও পরামর্শ দিচ্ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. বাবলু আজাদ তালুকদার, ফার্মেসি বিভাগের মাস্টার্সের মো. রাকিব, ইএসডি বিভাগের ইমরান কবির, আইন বিভাগের রাজিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. ওবায়দুল হক, ইংরেজি বিভাগের মো. শাহিনুর ইসলাম। সমিতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে রোডম্যাপ নিয়ে আলোচনা করলেন সভাপতি মনিরুল ইসলাম রোকন ও সাধারণ সম্পাদক রাকিব।

 

নতুনরাও মনোযোগ দিয়ে শুনছিলেন। গল্প করার ফাঁকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাকিব ও সৈকতের কণ্ঠের গান ক্লান্তিকে নিমেষেই মিলিয়ে দিয়ে সময়টাকে আরো প্রাণবন্ত করে তোলে। সবশেষে বিরিয়ানি দিয়ে আড্ডার সমাপ্তি ঘটে।

বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে সিলেটিরা সংখ্যায় অনেক কম। নিজেদের আইডেন্টিটি গড়তে সমাজের রীতিনীতির গণ্ডি পেরিয়ে আসতে পোহাতে হয় ঝামেলার পর ঝামেলা। এখানেও ব্যতিক্রম নয়। বশেমুরবিপ্রবিতেও অন্যান্য বিভাগের তুলনায় সিলেট থেকে আসা শিক্ষার্থী অনেক কম।

২০১৯ সালের নবীনবরণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় ছাত্রকল্যান সমিতির প্রধান উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মাঈদুল হোসাইন বলেছিলেন, ‘সিলেটিরা সংখ্যায় কম দেখে হতাশ হওয়া যাবে না, যে কমসংখ্যক-ই আসে, তারা নিজেদের জায়গায় যোগ্যতার প্রমাণ রেখে যায়।’

এমএসএম / এমএসএম

মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর

ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ

জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল

অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা

ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার

প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি