ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বরিশালে পুলিশের বাধা ভেঙে ছাত্রদলের মিছিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ৪:৩৫

বরিশালে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সর্বকালের সর্ববৃহৎ র‌্যালিতে পুলিশের হালকা লাঠিচার্জের মধ্যে ও পুলিশের ব্যারিকেট ভেঙে নগরীতে বণ্যাঢ্য র‌্যালি করেছে মহানগর ও জেলা ছাত্রদল। রোববার (২ জানুয়ারি) বেলা ১১টায় সদর রোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সামনে মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাড. রেজাউল করিম রনির সভাপতিত্বে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক হুমাউন কবির।

অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও মহানগর যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক।

ঐতিহ্য-গৌরব ও সংগ্রামের ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষির্কী সমাবেশ আরো বেগবান করতে এক প্রর্যায়ে অংশগ্রহণ করেন- বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা সদস্য সচিব অ্যাড. আকতার হোসেন মেবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, বরিশাল জেলা যুবদদের সম্পাদক অ্যাড. তছলিম উদ্দিন, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাজহারুল ইসলাম জাহান, সাবেক ছাত্রনেতা আ ন ম. সাইফুল ইসলাম আজিম, অ্যাড. শাহ্ আমিনুল ইসলাম আমিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেন, তাবেদারের দিন শেষ। তারেক রহমানের বাংলাদেশে জাতীয়তবাদী দলের ভ্যানগার্ড ছাত্রদল আগামীতে আন্দোলন-সংগ্রামে তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনার সরকারকে উৎক্ষাত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফিরিয় আনার মাধ্যমে একটি সংসদীয় সরকার গঠন করার মধ্যদিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

এর আগে দলীয় কার্যলয় থেকে কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মীকে নিয়ে বিএনপি নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করার মুহূর্তে অশ্বিনী কুমার টাউন হল গেটে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় বিএনপি নেতৃবৃন্দ বাধা উপেক্ষা করে বের হয়ে যান। পরবর্তীতে ছাত্রদলের অপর অংশ বিবির পুকুরপাড়ে পুলিশের বাধার মুখে পড়েন এবং তাদের ওপর বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়ার অভিযোগ করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. লোকমান হোসেনের কাছে র‌্যালিতে লাঠিচার্জের কারণ জানতে চাইলে বলেন, পুলিশ লাঠিচার্জ করলে তাদের র‌্যালি করা কি সম্ভব হতো? এটা তাদের পুলিশের বিরুদ্ধে একটি ঠুনকো অভিযোগ করা দরকার তাই করেছে।

এর আগে সকাল থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত ছাত্রদল নেতাকর্মী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন।

শাফিন / জামান

মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা