টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার সন্তানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ : স্মারকলিপি প্রদান
টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীরবিক্রমের সন্তানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন তার স্বজনরা। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সোমবার (৩ জানুয়ারি) এ কর্মসূচি শেষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, সাবেক সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর, মরহুম আবদুস সবুর খান বীরবিক্রমের স্ত্রী রাবেয়া বেগম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার নেতা মাহমুদুর রহমান খান বিপ্লব, মো. ওমর ফারুক বিপ্লব, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), নাহিদ খান, মো. আতিকুর রহমান, মো. মাসুদুর রহমান খান মাসুদ, সাজ্জাদ খোশনবীস, নাসির, তুহিন সিদ্দিকী, বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আবদুস সবুর খান বীরবিক্রমের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার বড় ছেলে শাহাদৎ হোসেন খানকে (৬০) হত্যার উদ্দেশ্যে সদর উপজেলার করটিয়া এলাকার চিহ্নিত স্বাধীনতাবিরোধী রাজাকার পরিবারের সন্তান ও তার সহযোগীরা হামলা চালায়। পরিকল্পনা অনুযায়ী সাব্বির আগ্নেয়াস্ত্র আমার ছেলের বুকে ধরে। তার সহযোগী হিলেল, রাতুল ও ইমনসহ মামলার অন্য আসামিরা আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় আমার ছেলে সন্ত্রাসীদের কবল থেকে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেয়। স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। শনিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলেন, এদের মধ্যে কয়েকজন ’৭১-এর চিহ্নিত রাজাকারের সন্তান ও নাতি। স্থানীয় খালেক রাজাকারের নির্দেশে একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ ওঠায় এলাকার জনগণ ও টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীরবিক্রমের সন্তান শাহাদৎ খানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।
শাফিন / জামান
শার্শায় শামুক কুড়িয়ে সংসার চালায় ৭শ পরিবার
তানোরে চোরাইপথে আসা সারে বাজার সয়লাব,কৃষি কর্মকর্তা নীরব
মেহেরপুর-২ (গাংনী) আসনে এনসিপি থেকে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সাকিল
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান
মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ
আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
Link Copied