ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার সন্তানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ : স্মারকলিপি প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৩৮
টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীরবিক্রমের সন্তানকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন তার স্বজনরা। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সোমবার (৩ জানুয়ারি) এ কর্মসূচি শেষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, সাবেক সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর, মরহুম আবদুস সবুর খান বীরবিক্রমের স্ত্রী রাবেয়া বেগম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার নেতা মাহমুদুর রহমান খান বিপ্লব, মো. ওমর ফারুক বিপ্লব, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), নাহিদ খান, মো. আতিকুর রহমান, মো. মাসুদুর রহমান খান মাসুদ, সাজ্জাদ খোশনবীস, নাসির, তুহিন সিদ্দিকী, বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। 
 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আবদুস সবুর খান বীরবিক্রমের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার বড় ছেলে শাহাদৎ হোসেন খানকে (৬০) হত্যার উদ্দেশ্যে সদর উপজেলার করটিয়া এলাকার চিহ্নিত স্বাধীনতাবিরোধী রাজাকার পরিবারের সন্তান ও তার সহযোগীরা হামলা চালায়। পরিকল্পনা অনুযায়ী সাব্বির আগ্নেয়াস্ত্র আমার ছেলের বুকে ধরে। তার সহযোগী হিলেল, রাতুল ও ইমনসহ মামলার অন্য আসামিরা আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় আমার ছেলে সন্ত্রাসীদের কবল থেকে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেয়। স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। শনিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী বলেন, এদের মধ্যে কয়েকজন ’৭১-এর চিহ্নিত রাজাকারের সন্তান ও নাতি। স্থানীয় খালেক রাজাকারের নির্দেশে একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ ওঠায় এলাকার জনগণ ও টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুস সবুর খান বীরবিক্রমের সন্তান শাহাদৎ খানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।

শাফিন / জামান

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান

সুন্দরগঞ্জে ইন্টারনেটের ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন, প্রাননাশের হুমকি

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ