মান্দায় মৎস্যজীবী সেজে এক শিক্ষকের জলমহালে দরপত্র দাখিল
নওগাঁর মান্দায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান কবির মৎস্যজীবী না হয়েও চেরাগপুর সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা হয়ে জলমহালের দরপত্র দাখিল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোবার (২ জানুয়ারি) চকদেবীরাম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ওহিদুল আলম ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শিক্ষক রায়হান কবির উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা নুরুল্যাবাদ ইউপির ‘বিল শিশুগাড়ী’ জলমহালের ৬ বছর মেয়াদি উন্নয়ন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করে। দরপত্র আহ্বানের পর ওই শিক্ষক মৎস্যজীবী সেজে চেরাগপুর সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা হিসেবে নিজের ছবি, নাম, ঠিকানা দিয়ে ৩ লাখ ২০ হাজার টাকার পে-অর্ডারের মাধ্যমে গত ১৪ ডিসেম্বর জামানতের মাধ্যমে নিকটবর্তী বিল ‘শিশুগাড়ী সমবায় সমিতি লিমিটেড’-এর বিপক্ষে ওই শিক্ষক দরপত্র দাখিল করেন। বিল শিশুগাড়ী জলমহাল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চেরাগপুর সমবায় সমিতি অবস্থিত। যদিও নিয়ম আছে প্রকৃত মৎস্যজীবী নিয়ে গঠিত ও জলমহালের নিকটবর্তী সমবায় সমিতিগুলো দরপত্র দাখিল করবে। কিন্তু ওই নিয়মের তোয়াক্কা না করে ওই শিক্ষক নিজের নামে মৎস্যজীবীর সাইনবোর্ড লাগিয়ে ফায়দা লোটার জন্য জোর তদবির চালাচ্ছেন। নিকটবর্তী সমবায় সমিতিকে বঞ্চিত করার চেষ্টায় চেরাগপুর সমিতির উপদেষ্টা হয়ে দরপত্র দাখিল করেছেন।
অভিযোগকারী ওহিদুল আলম বলেন, বিল শিশুগাড়ির গা-ঘেষেই আমরা বসবাস করি। এই বিলেই আমরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। এই বিলে যদি আমরা মাছ শিকার করতে না পারি তাহলে আমাদের পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। তাই যাচাই-বাছাই করে নিকটবর্তী মৎস্যজীবী সমিতির নামে দিলে কয়েকশ পরিবার বাঁচবে। শিক্ষক রায়হান কবির মৎস্যজীবী না হয়েও মৎস্যজীবী সেজে আমাদের পেটে লাথি মারার চেষ্টা করে যাচ্ছেন। তার পরিবারের কেউ কোনোদিন মৎস্যজীবী ছিলেন না। তার পরিবারের সবাই বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি করেন। অচিরেই ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে শিক্ষক রায়হান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম অনুযায়ী আমার যদি মৎস্য সমিতিতে না থাকা হয়, তাহলে আমি সেখান থেকে সরে দাঁড়াব।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রেজাউল করিম জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক শিক্ষক রায়হান কবিরকে ডেকে জবাব চেয়েছি। সে সঠিক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে নিয়মনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, নিয়মের পরিপন্থী হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী
নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ
ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী
বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়
জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব
অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ