ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ঘন কুয়াশায় ঢাকা উলিপুর, বিপাকে নিম্নআয়ের মানুষ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ১:৩৯

কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশায় ঢাকা বিপাকে নিম্ন আয়ের মানুষ। আঁধার কেটে বেলা বেড়েছে, ঘড়ির কাঁটা পৌঁছে রাত গেছে সকাল ৯টায়। তবুও বোঝার উপায় নেই দিনের আলো ফুটেছে কিনা। সূর্য মামার দেখা নাই, তাই ঘন কুয়াশা চারপাশ জুড়ে উড়ছে ধোঁয়া আর ধোঁয়া। যানবাহনগুলো তখনও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। শীতের তীব্রতা যেন কুয়াশার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।

কুয়াশা ও শীতকে হার মানাতে বইছে শীতল বাতাস। সব মিলিয়ে ঘন কুয়াশা তীব্র শীতের পাশাপাশি শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরের মানুষজন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ বের হচ্ছেনা ঘর থেকে। আর এই তীব্র শীতে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা পড়েছে বিপাকে। শীতের মাঝেও শত কষ্টে কাটাতে হচ্ছে দিন। শীত নিবারণে সম্বল হিসেবে খড়-কাঠে আগুন জ্বালিয়ে শরীর গরমের চেষ্টা করছেন।

গত কয়েকদিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুরে  শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শীতের পাশাপাশি ঘন কুয়াশা ও শীতল বাতাস নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। তীব্র শীতে উচ্চ ও মধ্যবিত্তদের তেমন অসুবিধা না হলেও বিপাকে পড়তে হয়েছে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষদের। শীতের মধ্যে শত কষ্ট হলেও পেটের দায়ে ঘর থেকে বের হচ্ছেন কাজের সন্ধানে। এই তীব্র শীতে কষ্ট পেতে হচ্ছে শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষদের। দিনমজুর উপজেলার ফাঁসিদাহ বাজারের আব্দুল হামিদ, মঞ্জু মিয়া, হাবলু চন্দ্র বলেন, প্রচন্ড শীত ঠান্ডায় ঘরের বাহিরে যেতে পারছিনা তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।

থেতরাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা বলেন, বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড শীতে ঢাকা উলিপুর উপজেলা। আমাদের এলাকার নিম্ন আয়ের লোকজন অনেক কষ্টে আছে। বিশেষ করে আমার থেতরাই ইউনিয়নের চর অঞ্চল সহ সকল এলাকার নিম্ন আয়ের লোক অনেক কষ্টে আছে। আমি সকল দাতা সংস্থা ও বিত্তবান লোকদের অনুরোধ করি এসমস্ত অসহায় লোকদের পাঁশে দাঁড়ানোর জন্য।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শীত বাড়ছে। মঙ্গলবার সকালে উলিপুরে  সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী আরও দুই থেকে তিনদিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।"

জামান / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন