উৎসব আয়োজনে কালীগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
উৎসব আমেজ ও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সরকারি নলডাঙ্গা ভ‘ষন স্কুল মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এবারই বৃহৎ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ভ’ষন স্কুল মাঠজুড়ে ছাত্রলীগের হাজার হাজার কর্মীর উপস্থিতিতে বসেছিল দৃষ্টিনন্দন মেলা স্টল ও নাগরদোলা।
ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- সকাল সাড়ে ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৮টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, সকাল ১০টার দিকে ভ’ষন স্কুল মাঠ থেকে ব্যানার ও রঙিন ফেস্টুন দিয়ে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিক্ষ শেষে মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। তিনি তার ভাষণে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের প্রাণ। তারাই আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে দলকে এগিয়ে নিতে ছাত্রলীগের কোনো বিকল্প নেই। তাই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান নাজিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যা, পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল প্রমুখ।
সভা শেষে মধ্যহ্নভোজের পর বিকেলে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এরপর সন্ধ্যায় আতশবাজি শো ও রাত ৮টায় জমকালো ব্যান্ড শোর আয়োজন করা হয়েছে।
শাফিন / জামান
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
Link Copied