ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

উৎসব আয়োজনে কালীগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১-২০২২ বিকাল ৫:২
উৎসব আমেজ ও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সরকারি নলডাঙ্গা ভ‘ষন স্কুল মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এবারই বৃহৎ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ভ’ষন স্কুল মাঠজুড়ে ছাত্রলীগের হাজার হাজার কর্মীর উপস্থিতিতে বসেছিল দৃষ্টিনন্দন মেলা স্টল ও নাগরদোলা।
 
ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- সকাল সাড়ে ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৮টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, সকাল ১০টার দিকে ভ’ষন স্কুল মাঠ থেকে ব্যানার ও রঙিন ফেস্টুন দিয়ে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিক্ষ শেষে মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। তিনি তার ভাষণে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের প্রাণ। তারাই আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে দলকে এগিয়ে নিতে ছাত্রলীগের কোনো বিকল্প নেই। তাই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 
 
ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান নাজিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
 
ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যা, পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল প্রমুখ। 
 
সভা শেষে মধ্যহ্নভোজের পর বিকেলে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এরপর সন্ধ্যায় আতশবাজি শো ও রাত ৮টায় জমকালো ব্যান্ড শোর আয়োজন করা হয়েছে।

শাফিন / জামান

‎চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সলঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষন"থানায় মামলা দায়ের

দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর

বেনাপোলের ১৮ জনসহ এনবিআরের ৪৮৫ রাজস্ব কর্মকর্তাকে বদলি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে হাসপাতালের জরিমানা

তাড়াশে জাকের পার্টির ছায়াতলে সবাইকে আসতে হবে