ডামুড্যায় ইউপি নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ
শরীয়তপুরের ডামুড্যায় ইউপি নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সাধারণ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন দুলাল খান প্রধান নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছেন। এর আগে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে ভোটে কারচুপির অভিযোগ এনে দরাখাস্ত দিয়েছেন। ভোটে কারচুপির অভিযোগ এনে শুক্রবার (৩১ ডিসেম্বর) সাড়ে ১০টায় ডামুড্যা উপজেলা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন।
তিনি জানান, গত ২৬ ডিসেম্বর ৮টা থেকে ৪টা পর্যন্ত আদাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রাথমিক বাছাইয়ের সময় আমি দেখেছি আমার প্রতীক ফুটবল মার্কায় আনুমানিক শতাধিক ভোটে অগ্রগামী ছিলাম। ভোট গণনার মধ্যে আমি প্রাকৃতিক ডাকে সারা দিয়ে ওয়াশরুমে যাই। এসে দেখি আমার ফুটবল মার্কা ও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোরগ মার্কা ব্যালট পেপার বান্ডিল করে উল্টো করে রেখে দিয়েছে। আমি গণনার দায়িত্বে থাকা কর্মকর্তাকে আমার উপস্থিতিতে পুনরায় বান্ডিলের ভোটগুলো গণনার প্রস্তাব দিলে আমাকে ধমক দিয়ে বলেন, চুপ করেন। আজ আর গণনা করা সম্ভব নয়। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে, গণনাকৃত টোটাল ব্যালটের মধ্যে ফুটবলের একটি বান্ডিলের সর্ব উপরে মোরগ মার্কার একটি ব্যালট দিয়ে অসদুপায় অবলম্বন করে মোরগ মার্কার উক্ত বান্ডিলটি সংযুক্ত করে আমাকে পরাজিত করা হয়। কিন্তু দুঃখের বিষয়, আমি কিছু বুঝে ওঠার আগেই ফলাফল সিটে আমাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেয়।
দুলাল খান আরো জানান, গণনাকারীর মধ্যেই একজন তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি আমাকে জানান, আপনি ওয়াশরুমে যাওয়ার পর যা হওয়ার হয়ে গেছে। আর কী করবেন। আমি বারবার বিশেষভাবে অনুরোধের সহিত পুনরায় গণনার কথা বললেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে আমাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেন দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। আমি যদি জোরালো প্রতিবাদ করি এবং আমার কর্মী-সমর্থকরা যদি ব্যাপারটা বুঝতে পারে নিশ্চিত তুমুল সংঘর্ষ হবে। তাই আমি বাইরে বিষয়টি বুঝতে না দিয়ে আইনি পদক্ষেপের কথা বিবেচনা করে চলে আসতে বাধ্য হই। পরদিন ২৭ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার বরাবর ভোট পুনরায় গণনার দাবিতে লিখিত আবেদন করি, যার অনুলিপি জেলা নির্বাচন অফিসার ও জেলা প্রশাসকের দপ্তরে প্রদান করি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন।
শাফিন / জামান
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
Link Copied