সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদে নির্বাচিত হলেন যারা
সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-এ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মিটুল চৌধুরী। পদাধিকারবলে কলেজ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ সহ-সভাপতি হিসেবে কাজ করেন। শনিবার (৮ জানুয়ারি) ভোট শেষে বিকেলে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এদিন সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৩টা পর্যন্ত। অধ্যাপক মিটুল চৌধুরী নির্বাচনে ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মাহাবুবুল ইসলাম পেয়েছেন ৫২ ভোট।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিকান্দার আলী ভূঁইয়া। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লাকী রানী হালদার পেয়েছেন ৪৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ৮৮ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হুমায়রা মৌর্শেদা আক্তার ভোট পেয়েছেন ৬২। বিনোদন ও ক্রীড়া সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক প্রসেনজিৎ গাইন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্ভিদবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোত্তালেব মিজান পেয়েছেন ৬৮।
অধ্যাপক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. শাহিনারা বেগম। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রভাষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল হুদা। সহকারী অধ্যাপক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার।
এ সময় বাঙলা কলেজের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সম্পাদক মিটুল চৌধুরী।
নির্বাচনের সার্বিক বিষয়ে অধ্যক্ষ ড. অধ্যাপক ফেরদৌসী খান বলেন, বাঙলা কলেজের ইতিহাসে এবারেই প্রথম এত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল থেকে সকল ভোটার সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পেরেছেন। এর আগে বিভিন্ন সময় নির্বাচনে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এবার তেমন কোনো ঘটনা ঘটেনি।
নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ বলেন, যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি প্রত্যাশা থাকবে ছাত্র-শিক্ষক এবং প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করবেন। বাঙলা কলেজকে এগিয়ে নিতে কাজ করবেন।
উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গির হোসেন বলেন, নতুন শিক্ষক পরিষদ এসডিজির লক্ষ্যমাত্রা ‘মানসম্মত শিক্ষা’ বাস্তবায়নে কাজ করবে এটাই আমার প্রত্যাশা।
জামান / জামান