ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলে পরকীয়ার কারণে স্ত্রী কর্তৃক স্বামী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ১২:৪৬

পরকীয়ার কারণে স্ত্রী কর্তৃক স্বামী হত্যার রহস্য উদ্ঘাটনসহ ৩ আসামিকে গ্রেফতার করল টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। আসামিরা হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেওপুর গ্রামের খাদিজা (২১), ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি দক্ষিণপাড়া গ্রামের সবুর ওরফে বাবু (২০) ‍এবং পাবনা জেলার জনি শেখ (২৫)। 

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন সল্লা এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ১৩-১৪নং ব্রিজের মাঝামাঝি মহাসড়ক হতে অনুমান ৭০ গজ দক্ষিণে পুকুরপাড়ে কলা বাগানের ভেতরে ইমান হোসেনকে (২৬) অজ্ঞাতনামা আসামিরা হত্যা করে ফেলে যায়। এ সংক্রান্তে ভিকটিমের বাবা মো. ইসমাইল হোসেন বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার মামলা করেন (নামলা নং-০১, তারিখ ২৬/১২/২০২১, ধারা ৩০২/২০১/৩৪/৩৭৯ পেনাল কোড)। উক্ত হত্যা মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ার কারণে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), টাঙ্গাইলের ওপর তদন্তভার প্রদান করেন।

অফিসার ইনচার্জ ডিবি (উত্তর) মো. হেলাল উদ্দিনের দিকনিদের্শনায় এসআই মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে সঙ্গীয় এসআই মো. আহাসনুজ্জামান, এসআই আবু সিদ্দিক, এসআই মো. আবেদ আলী, এএসআই মো. সৈয়দ হোসেন, কনস্টেবল মো. ফরিদুজ্জামান, কনস্টেবল মো. মামুন হোসেন, কনস্টেবল মো. সাজু মিয়া এবং নারী কনস্টেবল রিক্তা আক্তার সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে ‍এবং হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্তপূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করলে আসামিরা ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আসামিদের পরবর্তীতে জেলহাজতে প্রেরণ করা হয়।

শাফিন / জামান

শার্শায় শামুক কুড়িয়ে সংসার চালায় ৭শ পরিবার

তানোরে চোরাইপথে আসা সারে বাজার সয়লাব,কৃষি কর্মকর্তা নীরব

মেহেরপুর-২ (গাংনী) আসনে এনসিপি থেকে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সাকিল

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো