উলিপুরে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের জন্ম নিবিন্ধন দেখালেই পাচ্ছে করোনা টিকা
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ ডাকবাংলো ও উপজেলা শিক্ষা অফিসের সামনে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীর দীর্ঘ লাইন দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিদ্ধান্ত মোতাবেক উপজেলার পৌরসভার ভেতরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দুটি কেন্দ্র এসিযুক্ত উপজেলা পরিষদ ডাকবাংলো এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপরতলায় শিক্ষার্থীদের করোনা টিকা ফাইজার ডোজ প্রদান করা হয়।
জানা গেছে, শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করতে এসি কক্ষের প্রয়োজন। তাই যেখানে এসি কক্ষ রয়েছে সেখানেই উলিপুর পৌরসভার মধ্যে ৭টি প্রতিষ্ঠানের ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, আজ উপজেলার ৫টি প্রতিষ্ঠান উলিপুর হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ, এম এস স্কুল অ্যান্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, উলিপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও এন এস আমীন রেসিডিয়ান্সিয়াল স্কুলের ১২-১৮ বছরের সকল শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করা হয়।
করোনা টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার এবং উলিপুর পৌরসভার পৌর মেয়র আলহাজ মামুন সরকার (মিঠু)-সহ অনেকে।
উপজেলার পৌরসভার ভেতরের শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ফাতিমা (রা.) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের টিকা নেয়া নবম শ্রেণির শিক্ষার্থী মাহাবুবা, সুমাইয়া, আরশি, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুচন্দা, সুমাইয়া, সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া, ফাহিমা জানায়, আমরা করোনা টিকা নিয়েছি, কোনো ধরনের সমস্যা অনুভব করছি না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র বলেন, আমরা শিক্ষার্থীদের করোনা টিকার ফাইজার ডোজ হাতে পেয়েছি। আজ মঙ্গলবার থেকে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হচ্ছে। আজ প্রায় ৩ হাজার ডোজ করোনা টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হবে। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
শাফিন / জামান
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার
সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি
Link Copied