ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আসছে ‘সবুজ আন্দোলন’র নতুন থিম সং


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১-২০২২ বিকাল ৬:১২

পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’ আবারও নিয়ে আসছে তাদের নতুন থিম সং ‘সবুজ আন্দোলন’। এবারের গানটিও গেয়েছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। প্রথম থিম সং—টিও গেয়েছিলেন তিনি। এবারের গানটি লিখেছেন গীতিকবি নীহার আহমেদ। সুর করেছেন সুরকার ও কন্ঠশিল্পী এফ এ প্রিতম।  গানটির মিউজিক করেছেন সঙ্গিত পরিচালক রিয়েল আশিক। অচিরেই গানটির শুটিং হবে এবং আনুষ্ঠানিকভাবে রিলিজ হবে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে মগবাজারস্থ রিয়েল আশিকের স্টুডিওতে।  এ সময়  উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

বাপ্পি  সরদার বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য  পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করা। সেই লক্ষ নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমরা গানের মাধ্যমেও দেশের মানুষকে জানাতে চাই। গতবারের গানটিও গেয়েছিলেন সানি আজাদ। এবারের গানটিও তিনি অনেক ভালো গেয়েছেন।

সানি আজাদ বলেন, আমি চেষ্টা করেছি ভালো করতে। বাকিটা শ্রোতাদের উপর।

নীহার আহমেদ বলেন, থিম সং লেখার চিন্তাভাবনাটাই থাকে আলাদা। আমি এরই মধ্যে অনেকগুলো থিম সং লিখেছি। এই গানটিতেও চেষ্টা করেছি পরিবেশের বিষয়টি গানের কথার মাধ্যমে ফুটিয়ে তুলতে।

রিয়েল  আশিক বলেন, এটি একটি ভিন্নধারার কাজ। কাজটি করে আমার ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি ভালো কিছু  উপহার দিতে। এফ এ প্রিতম বলেন, আমার চেষ্টা ছিল। সুরের ক্ষেত্রে জানিনা আমি কতটুকু ভালো করতে পেরেছি। সানি ভাই অনেক ভালো গেয়েছেন। তবে আমার বিশ্বাস করি শ্রোতারা ভিন্নধারার একটি গান পাবেন।

এমএসএম / এমএসএম

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান

আ’লীগের সভাপতি এখনো অধ্যক্ষ পদে বহাল, ফ্যাসিস্টদের পুর্ণবাসনে করছেন অর্থায়ন

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয় উদ্ধার ও লেক সবুজায়নের দাবিতে বিএনপির মানববন্ধন

তেজগাঁও কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘TMS Short Film Screening 2025’

মোজো সরবরাহ কর্মীকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পরলো আর রহমান ফার্মাসীর ৩ কর্মচারী

তারেকউজ্জামান খানের স্বপ্নের উত্তরা পাবলিক লাইব্রেরি

মানবপাচার চক্রের ৫ জনকে গ্রেপ্তার, তদবির বানিজ্যে এএসআই কাইয়ুম

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু, নতুন দিগন্তে পর্যটন শিল্প

খুনের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ঢাকা জেলা

পিসি সাহাব উদ্দীনের নেতৃত্বে, দালালমুক্ত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট