শ্রীপুরে থানার ধর্ষণ মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেফতার

ধর্ষণ মামলা থেকে নিজেকে রক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামি রাব্বিকে (২৪) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের মাওনা গ্রামের শামছুল হকের ছেলে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে শ্রীপুর থানায় সোপর্দ করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিকার কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং গাজীপুর ইউনিয়নের মাওনা গ্রামের বাসিন্দা।
কিশোরীর মামা জানান, করোনার সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় তার কিশোরী ভাগ্নি বাড়িতে থেকে লেখাপড়া করত। কিশোরী ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে তাদের মা ২০২০ সালের ২৬ নভেম্বর ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর কাছে চলে যান। ৩০ নভেম্বর রাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘরের বাইরে বের হলে আগে থেকে ওতপেতে থাকা প্রতিবেশী রাব্বি তার মুখ চেপে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর কাউকে ঘটনা না বলার জন্য জীবনে মেরে (খুন) ফেলার হুমকি দিয়ে চলে যায় রাব্বি। পরে কিশোরী তার স্বজনদের ঘটনাটি জানায়। স্থানীয় প্রভাবশালীরা মীমাংসার কথা বলে কিশোরীর মাকে রাব্বির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিতে চাপ দেয়। পরে ঘটনার দেড় মাস চলে গেলেও স্থানীয় প্রভাবশালীরা টালবাহানা শুরু করলে ২০২১ সালের ২৭ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় রাব্বিকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি রাব্বি এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যায়নি। মামলা তদন্তকালে আসামি রাব্বি বিদেশে যাওয়ার পাঁয়তারা করছে জানতে পেরে তার পাসপোর্ট নাম্বারসহ অন্যান্য যাবতীয় তথ্য ইমিগ্রেশন পুলিশকে অবগত করা হয়। পরে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ সন্ধ্যায় রাব্বিকে থানায় নিয়ে আসে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
শাফিন / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ
