দেশব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রধান অতিথি হিসেবে পাঁচ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন।
‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’- স্লোগানকে সামনে রেখে আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত আবৃত্তি উৎসবের উদ্বোধন পর্বে জেলা পর্যায়ের আবৃত্তি সংগঠনগুলোর প্রতিনিধিরা স্থানীয় পর্যায় থেকে অনলাইনে যুক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় উৎসব উদ্বোধন পর্বে পটুয়াখালী প্রান্ত থেকে যুক্ত ছিলেন পটুয়াখালী আবৃত্তি মঞ্চ ও মুক্তপ্রাঙ্গন, পটুয়াখালীর আবৃত্তিশিল্পীরা।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কার্যনির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় উৎসব উদ্বোধন পর্বে পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবৃত্তিশিল্পী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান প্রমুখ।
সারাদেশে একযোগে স্থানীয় আবৃত্তি সংগঠনগুলোর অংশগ্রহণে উদযাপিত হবে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থাকছে পটুয়াখালী আবৃত্তি মঞ্চ ও মুক্তপ্রাঙ্গন, পটুয়াখালীর আবৃত্তিশিল্পীদের পরিবেশনা।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কার্যনির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম প্রিন্স দৈনিক সকালের সময়কে জানান, সারাদেশের তিন শতাধিক সংগঠনের সাড়ে চার হাজার আবৃত্তিশিল্পীর অংশগ্রহণে রাজধানীর বুকে দাঁড়িয়ে বৃহৎ পরিসরে উৎসবটি উদযাপন করার কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি। তবে এতে খুব একটা খারাপ হয়নি। কারন, এখন উৎসবটি প্রতিটি জেলায় উদযাপন হতে যাচ্ছে। এতে সারাদেশে আমাদের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে আমাদের এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উৎসবে প্রথমবারের মতো দেয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’। আমাদের সারাদেশের আবৃত্তিশিল্পীদের কাছে এ এক বৃহৎ প্রাপ্তি। আগামীতে আমাদের আবৃত্তি সমন্বয় পরিষদের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
শাফিন / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Link Copied