কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবৈধ পার্কিং উচ্ছেদ করলেন ওসি
গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে পার্কিং করে রাখা ট্রাক স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকালে জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পথচারী ও স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিলো কিছু অসাধু চক্র অবৈধ ভাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্কিং করে রাখতো। যার কারণে রাস্তা প্রশস্ত করার পরও সব সময় যানজট লেগে থাকতো। দিনভর যানজটের কারণে পথচারী ও পরিবহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। কাজল নামে আজমেরী বাসের চালক বলেন, ফ্লাইওভারের মাথা থেকে প্রায় কোনাবাড়ী স্যান্ড পর্যন্ত সব সময় জ্যাম লেগে থাকতো। রাস্তার উভয় পাশে গাড়ী পার্কিং করার কারণে এ যানজটের সৃষ্টি হতো। আমাদেরও পোহাতে হতো চরম দূর্ভোগ। যানজটের কারণে বেশীর ভাগ সময় আমরা ফ্লাইওভারের উপর দিতে যেতাম। অবৈধ পার্কিং উচ্ছেদের কারণে সকাল থেকে এখনো পর্যন্ত কোনাবাড়ী নতুন বাজারে যানজটে পড়তে হয়নি। নাম না বলার শর্তে এক ব্যবসায়ী বলেন,রাস্তার দুই পাশে অবৈধ পার্কিং এর ফলে আমাদের বেচাকেনার সমস্যা হতো। যানজটের কারণে কাস্টমার আসতোনা।
সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মিয়া বলেন,অবৈধ ভাবে পার্কিং করে রাখা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের খবর শুনে খুবই ভালো লাগছে। কারণ এটা অনেক বড় একটি সিন্ডিকেট যেটা আগে কেউ ভাঙ্গতে পারেনি যেটা ওসি মহোদয় করেছেন। সেই সিন্ডিকেটের বাহিরে গিয়ে তিনি সাধারণ মানুষের কথা ভেবে এই কাজটি করেছেন। তিনি আরো বলেন,উনার প্রতি অনুরোধ থাকবে এই অভিযানটা যেন অব্যাহত থাকে। কোনাবাড়ী বাসী সারাজীবনের জন্য কৃতজ্ঞ থাকবে।
দেওয়ালিয়াবাড়ীর স্থানীয় বাসিন্দা স্বপন হোসাইন বলেন,ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নতুন বাজারে অনৈতিক ভাবে গাড়ী গুলো পার্কং করে রাখতো একটি কুচক্রী মহল । যার কারণে বেশীর সময় যানজট লেগে থাকতো। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওসি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে দেখার বিষয় হচ্ছে কতোদিন থাকে এই অবস্থা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, যেখানে সেখানে স্ট্যান্ড করা যাবেনা। সবার সহযোগিতায় কোনাবাড়ী এলাকায় যানজট মুক্ত রাখার চেষ্টা করবো।
শাফিন / শাফিন
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ