কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবৈধ পার্কিং উচ্ছেদ করলেন ওসি
গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে পার্কিং করে রাখা ট্রাক স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকালে জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পথচারী ও স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিলো কিছু অসাধু চক্র অবৈধ ভাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্কিং করে রাখতো। যার কারণে রাস্তা প্রশস্ত করার পরও সব সময় যানজট লেগে থাকতো। দিনভর যানজটের কারণে পথচারী ও পরিবহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। কাজল নামে আজমেরী বাসের চালক বলেন, ফ্লাইওভারের মাথা থেকে প্রায় কোনাবাড়ী স্যান্ড পর্যন্ত সব সময় জ্যাম লেগে থাকতো। রাস্তার উভয় পাশে গাড়ী পার্কিং করার কারণে এ যানজটের সৃষ্টি হতো। আমাদেরও পোহাতে হতো চরম দূর্ভোগ। যানজটের কারণে বেশীর ভাগ সময় আমরা ফ্লাইওভারের উপর দিতে যেতাম। অবৈধ পার্কিং উচ্ছেদের কারণে সকাল থেকে এখনো পর্যন্ত কোনাবাড়ী নতুন বাজারে যানজটে পড়তে হয়নি। নাম না বলার শর্তে এক ব্যবসায়ী বলেন,রাস্তার দুই পাশে অবৈধ পার্কিং এর ফলে আমাদের বেচাকেনার সমস্যা হতো। যানজটের কারণে কাস্টমার আসতোনা।
সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মিয়া বলেন,অবৈধ ভাবে পার্কিং করে রাখা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের খবর শুনে খুবই ভালো লাগছে। কারণ এটা অনেক বড় একটি সিন্ডিকেট যেটা আগে কেউ ভাঙ্গতে পারেনি যেটা ওসি মহোদয় করেছেন। সেই সিন্ডিকেটের বাহিরে গিয়ে তিনি সাধারণ মানুষের কথা ভেবে এই কাজটি করেছেন। তিনি আরো বলেন,উনার প্রতি অনুরোধ থাকবে এই অভিযানটা যেন অব্যাহত থাকে। কোনাবাড়ী বাসী সারাজীবনের জন্য কৃতজ্ঞ থাকবে।
দেওয়ালিয়াবাড়ীর স্থানীয় বাসিন্দা স্বপন হোসাইন বলেন,ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নতুন বাজারে অনৈতিক ভাবে গাড়ী গুলো পার্কং করে রাখতো একটি কুচক্রী মহল । যার কারণে বেশীর সময় যানজট লেগে থাকতো। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওসি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে দেখার বিষয় হচ্ছে কতোদিন থাকে এই অবস্থা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, যেখানে সেখানে স্ট্যান্ড করা যাবেনা। সবার সহযোগিতায় কোনাবাড়ী এলাকায় যানজট মুক্ত রাখার চেষ্টা করবো।
শাফিন / শাফিন
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫