ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জনবল সংকটে জুড়ীতে প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম ব্যাহত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ৪:১১
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি ৬০ টি বিদ্যালয় রয়েছে। উপজেলার প্রায় দেড়শত শিক্ষা প্রতিষ্ঠান তদারকির জন্য  কর্মরত আছেন মাত্র একজন সহকারী শিক্ষা অফিসার। এছাড়াও বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদ থাকায় মারাত্মক ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজ সহ  ও শিক্ষা কার্যক্রম।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদিত গুরুত্বপূর্ণ পদটি বর্তমানে শূন্য রয়েছে।  এছাড়াও তিন জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পরিবর্তে কর্মরত আছেন মাত্র একজন। উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদ ও এমএলএসএস পদটিও রয়েছে শূন্য। এতে বিদ্যালয় পরিদর্শনসহ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে কর্মরত কর্মচারীরা হিমসিম খাচ্ছেন। 
 
গত ৩০ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ অবসরে গেলে সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া শিক্ষা অফিসারের দায়িত্ব পান। তিনি দায়িত্ব পাওয়ার পর একাই সবকিছু সামাল দেয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি কর্মদক্ষতায় উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকার কাছে একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার হিসেবে পরিচিতি লাভ করেছেন।
 
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে যায়, উপজেলা শিক্ষা অফিসে জনবল সংকটে শিক্ষকদের অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে শিক্ষা সংক্রান্ত যেকোন সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে শিক্ষকদের। এছাড়াও জনবল সংকটের কারণে অনেক সময় শিক্ষকদের ডেপুটেশনে শিক্ষা অফিসে কাজ করানোর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
 
এ ব্যাপারে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অশোক রঞ্জন পাল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ জানান, ৮৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখভাল করার জন্য যেখানে তিনজন সহকারী শিক্ষা অফিসার থাকার কথা সেখানে আমাদের উপজেলায় কর্মরত আছেন মাত্র একজন সহকারী শিক্ষা অফিসার। এছাড়াও বর্তমানে উপজেলা শিক্ষা অফিসারের পদটিও শূন্য রয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান করা না হলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন  শিক্ষক জানান, শিক্ষা অফিসে জনবল না থাকায় আমরা খুবই অসহায়। অফিসে এসে আমাদের কাজ করতে অনেক সমস্যায় পড়তে হয় এবং যথাসময়ে কাজ বাস্তবায়ন করতে সম্ভব হয় না। তবে আলাপকালে তারা বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কাজের ক্ষেত্রে অনেক আন্তরিক বলে জানান।
 
উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া  জানান, জনবল সংকটের কারণে দাপ্তরিক কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।এ ব্যাপারে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে  শূন্য পদ পূরণের জন্য বলা হয়েছে।
 
জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল ইসলাম মুঠোফোনে  বলেন, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসে  বর্তমানে জনবল সংকট রয়েছে। এ ব্যাপারে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে।

শাফিন / প্রীতি

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প

অবশেষ একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময় সভা অনুষ্ঠিত