আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষাসৈনিক শামসুল হকের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন
টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষাসৈনিক শামসুল হকের ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। টাঙ্গাইলে মঙ্গলবার (১ ফেব্রুয়াররি)দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল জেলা শহরের প্রবেশদ্বার শামসুল হক তোরণে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষাসৈনিক শামসুল হকের কবরে পরিবার ও ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, মরহুমের রহের মাগফিরাত কামনায় দোয়া ও তার জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাইফুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামসুল হক ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম মোস্তফা লাবু, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানী, শামসুল হক স্মৃতি পরিষদের সভাপতি কৃষক আব্দুল গফুর বেপারী ও দেওলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), শামসুল হক মহাবিদ্যালয় প্রভাষক নয়া মিয়া, শামসুল হক পরিষদের সভাপতি মাসুম পারভেজ হক, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান রাসেল, যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান, সদস্য সচিব শামিমুর রহমান সাগর, ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আলিফ, গণঅধিকার পরিষদের সদস্য মাহফুজুর রহমান শাওন'সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাইফুল ইসলাম স্বপন এর বিবৃতি অনুযায়ী জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতার জন্ম টাঙ্গাইলের এলাসিন মাতুলালয়ে নিজ গ্রাম মাইঠান- টেউরিয়া। তিনি জাহ্নাবী হাইস্কুল থেকে ১৯৩৮ সালে ম্যাট্রিক এবং করটিয়া সাদ'ত কলেজ থেকে ১৯৪০ সালে ইন্টারমিডিয়েট পাস করেন । এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকে ১৯৪৩ সালে ইতিহাসে বিএ (অনার্স) ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি হয়েছিলেন কিন্তু রাজনৈতিক কারনে তা সমাপ্ত করা সম্ভব হয়নি। তিনি ফজলুল হক মুসলিম হলের ছাত্র ছিলেন।
৪০ এর দশকে তিনি নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ ও বঙ্গীয় মুসলিম লীগের ১৫০ মোগলটুলী পার্টি হাউজকেন্দ্রিক (ঢাকা) তরুন কর্মীদের নেতা ছিলেন । তিনি সেখানেই থাকতেন। সে সময় ঢাকার আহসান মঞ্জিল বা খাজা নেতৃত্বের বিপরীতে তারা সোহরাওয়ার্দী - আবুল হাশিম গ্রুপের সমর্থক ছিলেন। দেশ বিভাগ এর পূর্বে তার নেতৃত্বে ঢাকা জেলা মুসলিম লীগ খাজাদের নিয়ন্ত্রনমুক্ত হয়। ঢাকায় পাকিস্তান আন্দলনের তিনি প্রধান সংগঠক ছিলেন। রাজনীতিতে তিনি ছিলেন খুবই নিবেদিত ও আদর্শবান।
পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি ১৯৪৯ সালের এপ্রিল মাসে টাঙ্গাইলে অনুষ্ঠিত উপনির্বাচনে মুসলিম লীগ প্রাথী ও করটিয়ার জমিদার পরিবারভুক্ত খুররম খান পন্নিকে পরাজিত করে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, 'মওলানা ভাসানী' প্রতিষ্ঠাতা সভাপতি ও শেখ মুজিব প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন । 'মুল দাবি' নামে আওয়ামী লীগের প্রথম ম্যানিফেস্টো তারই রচিত। '৪৮ ও ৫২' -এর ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং এ কারনে তাকে কারাবরণ করতে হয়। ১৯৪৯ ও ১৯৫২ সালে দু'দফায় তিনি অনেকদিন কারাগারে ছিলেন।
কারাগারে থাকাকালে তার মস্তিষ্ক-বিকৃতি ঘটে। এরপর বেশ কয়েক বছর বেঁচে থাকলেও তিনি আর স্বাভাবিক হননি। ইডেন কলেজের ইংরেজি বিষয়ের অধ্যাপিকা আফিয়া খাতুন ছিলেন তার স্ত্রী । শামছুল হক যখন ৫২ -এর ভাষা আন্দোলনে জেলে যান, তখন তিনি তাকে ছেড়ে চলে যান। সংসার জীবনে শামছুল হকের ২ সন্তান রয়েছে। সন্তানদ্বয় -(১) উম্মেবতুল তাজমা তাহেরা (ড.শাহিন), (২)-উম্মেবতুল ফাতেমা জাহুরা (ড.শায়কা)। তারা বর্তমানে আমেরিকান নাগরিক। জ্যোতির্বিজ্ঞানী হিসেবে বর্তমানে NASA-য় কর্মরত। ১৯৬৪ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি হঠাৎ নিখোঁজ হন এবং দীর্ঘ ৪২ বছর ২০০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত নিরুদ্দেশ থাকেন। ২০০৭ খ্রিস্টাব্দে জানা যায় হক সাহেব ১৯৬৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর, শনিবার বাদযোহর, যোগারচরের বিখ্যাত কংগ্রেস নেতা মরহুম মৌ.মহির উদ্দিন আনছারীর বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম আনছারীর ছেলেরা পূর্ব পরিচিত অসুস্থ হক সাহেবকে বাড়ীতে রেখে সেবা যত্ন চিকিৎসা করান। ৭ দিন চিকিৎসার পর নেতার মৃত্যু হলে জিগাতলার হুজুর শামস উদ্দিন মওলানা কতৃক জানাজা শেষে নেতাকে কদিমহামজানি কবরস্থানে দাফন করা হয়। ৬ সেপ্টেম্বর ১৯৬৫ খ্রিস্টাব্দে পাক-ভারত যুদ্ধ, দেশ টালমাটাল থাকায় উপর্যপরি আওয়ামী লিগের নেতার মৃত্যু কংগ্রেস নেতা মরহুম মহির উদ্দিন আনছারীর বাড়িতে হওয়ায় বিষয়টি গোপন রাখা হয় ।
১৯৬২ খ্রিস্টাব্দে 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় হক সাহেবের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়। সাদ'ত কলেজ করটিয়া ,শামছুল হকের নিজ বাড়ি, ঢাকায় আবুল হাশিমের নিজ বাড়িতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। তিন দিন পর শামছুল হককে টাঙ্গাইলের মাদ্রাসা রোডে হাটতে দেখা যায়। ইত্তেফাক কাগজটি পড়ে শামছুল হক ইত্তেফাক অফিসে গিয়ে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন। পরের দিন ইত্তেফাক আনন্দ প্রকাশ করে শামছুল হকের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রকাশ করে। এসব কারনেই ১৯৬৫ খ্রিস্টাব্দের সঠিক মৃত্যুর সংবাদ শুনেও নেতার পরিবার সংবাদটি বিশ্বাস করতে পারেনি। ফলে মৃত্যুর সংবাদটি ৪২ বছর পর্যন্ত অগোচরেই রয়ে যায়।
তার বিখ্যাত বই আজও রাজনীতিকদের মনে দাগ কেটে আছে - সেটি হোল 'বৈপ্লবিক দৃষ্টিতে ইসলাম' দার্শনিক আবুল হাশিম, হযরত আল্লামা আজাদ সোবহানী ও টাঙ্গাইলের এডভোকেট আব্দুল করিম খান সাহেব বইটি লিখতে অনুপ্রেরণা যুগীয়েছিলেন। শামছুল হকের সাথে শেখ মুজিবের এই বইটির মাধ্যমে এরিস্টটল -প্লেটোর মত সম্পর্ক গড়ে উঠেছিল। ১৯৪০ থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দু 'জন ছিলেন একই মুদ্রার দুই পিঠ ।
১৯৬৯ সালে টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠিত হলে জেলা তোরণের নামকরন 'শামছুল হক তোরণ' করা হয় । ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার এলেঙ্গায় শামছুল হক কলেজ প্রতিষ্ঠা করেন।
১০ অক্টোবর ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাসিন ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুটি 'শামছুল হক সেতু' নামকরণ করেন। ২০০৬ সালে থানাপাড়া টাঙ্গাইলে গরীবের হসপিটাল খ্যাত শামছুল হক মেমোরিয়াল হসপিটাল প্রতিষ্ঠিত হয় যার প্রচার প্রসারের প্রেক্ষিতে ২০০৭ সালে শামছুল হকের কবরের সন্ধান মেলে।
এরপর সাংবাদিক মহব্বত হোসেন, সাংবাদিক মাসুম ফেরদৌস, ডা.আনছার আলী তালুকদার' সহ এক ঝাঁক সাংবাদিক, জোগারচর-কদিমহামজানীর গন্যমান্য বয়জেষ্ঠ্য ব্যক্তিবর্গের সাক্ষাতকারে যারা হক সাহেবকে দাফন কাফন ও জানাজা অনুষ্ঠানে শরিক হন- মাসব্যাপি তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নেতার মৃত্যু এবং কবরস্থানের সঠিক ঠিকানা। শ্রদ্ধান্জলি জননেতা শামছুল হক (১৯১৮-১৯৬৫)
শাফিন / প্রীতি
শার্শায় শামুক কুড়িয়ে সংসার চালায় ৭শ পরিবার
তানোরে চোরাইপথে আসা সারে বাজার সয়লাব,কৃষি কর্মকর্তা নীরব
মেহেরপুর-২ (গাংনী) আসনে এনসিপি থেকে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সাকিল
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান
মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ
আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
Link Copied