ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পলাশকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়তে চাই : সৈয়দ জাবেদ হোসেন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ২:৮

নরসিংদীর পলাশ উপজেলা পরিষদে ২০১৪ সাল থেকে এখন  অবধি দুই দফা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। পাশাপাশি তিনি পলাশ উপজেলা  আওয়ামী-যুবলীগের সভাপতির  দায়িত্ব পালন করছেন। তার গতিশীল সাংগঠনিক কর্মতৎপরতায় বর্তমানে সংগঠন সু-সংগঠিত হয়েছে বলে দাবি তার। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। পলাশ উপজেলার উন্নয়ন পরিকল্পনা সম্বলিত কাজগুলো তিনি কিভাবে বাস্তবায়ন করছেন সেসব বিষয়ে জানতে চাইলে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছেন, চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। 

পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জানান, পলাশ উপজেলাকে দুর্নীতিমুক্ত ও ডিজিটাল  উপজেলা গড়তে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমার রাজনৈতিক অভিবাবক, বর্তমান সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ভাইয়ের সহযোগিতায় উপজেলার দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছি। বিগত দিনে সরকারি অর্থায়নে বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, উপজেলার আনাচে কানাচে অসংখ্য স্ট্রিটলাইট স্থাপন, আধুনিক মালট্রিপারপাস অডিটরিয়াম, মসজিদ, মাদ্রাসা, মন্দির নির্মাণ, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপন, হতদরিদ্র মানুষের মাঝে বিনা খরচে দুর্যোগ সহনীয় সেমি পাকা ঘর বিতরণ ও উপজেলাবাসীর জনসেবা নিশ্চিতকরণসহ অসংখ্য উন্নয়ন কাজ করেছি। নির্বাচনের পূর্বে পলাশবাসীর উন্নয়নে যে সকল কাজ করার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তার অধিকাংশ কাজের প্রতিশ্রুতি পলাশবাসী ইতিমধ্যে পেয়েছে। বাকি কাজগুলো চলমান।

সৈয়দ জাবেদ হোসেনের মূল লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, উপজেলার উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, চুরি-ডাকাতি, নারী নির্যাতন বন্ধ করা, গরীব লোকদের সেনিটেশন, গৃহীনদের পূর্নবাসন, চিকিৎসা সেবা নিশ্চিত করণ, মাদকমুক্ত সমাজ গঠন, বয়স্ক মানুষের মাঝে শতভাগ ভাতা পূরণ, প্রতিবন্ধী ও বিধবাদের পূর্ণবাসন করা। এছাড়া, বহিরাগত সন্ত্রাস, ভূমির দালাল, ভূমি নিয়ে মানুষকে অহেতুক হয়রানী বন্ধ, বাল্যবিবাহ নির্মুল করা, শিক্ষা নগরী উপজেলা গঠন করা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা, খেলাধুলা ও কর্মসংস্থান বৃদ্ধি করা, কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করাসহ স্বাধীনতালগ্ন থেকে পলাশবাসী যে সকল উন্নয়নের স্বপ্ন দেখে আসছেন তা বাস্তবে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য। উপজেলা চেয়ারম্যান বলেন, আমি দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যম আয়ের দেশ ও উন্নত দেশ হিসাবে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে দুর্নীতিমুক্ত ডিজিটাল উপজেলায় গড়ে তুলে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়িত করা।

শাফিন / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত