সাতকানিয়ায় চেয়ারম্যানের গাড়িতে গুলি করার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রমজান আলীর গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় নবনির্বাচিত ইউপি সদস্য ফরহাদ উদ্দিনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কাঞ্চনা ইউনিয়নের নবনির্বাচিত এক সদস্য ও তার সমর্থকরা মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসা এলাকায় এ হামলা চালায়। এ সময় চেয়ারম্যান রমজান আলী পালিয়ে রক্ষা পেলেও গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- কামরুল ইসলাম (৪০), আবু তৈয়ব (৫০) এবং আব্বাস উদ্দিন (৩২)।
জানা যায়, কাঞ্চনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমজান আলীর ভায়রা আবু তৈয়ব সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে চেয়ারম্যানের ভায়রা আবু তৈয়বকে পরাজিত করে মো. ফরহাদ উদ্দিন সদস্য নির্বাচিত হন।
এদিকে, নবনির্বাচিত ইউপি সদস্য মো. ফরহাদ উদ্দিন মঙ্গলবার দুপুরের দিকে ৩০-৪০ জন কর্মী-সমর্থক নিয়ে পরাজিত প্রার্থী আবু তৈয়বের বাড়ির পাশে এসে উস্কানিমূলক নানা স্লোগান দিতে থাকেন। এমনকি আবু তৈয়বের নাম ধরে প্রকাশ্যে গালিগালাজ করতে থাকেন। সে অপমানে আবু তৈয়ব ঘরে বসে কাঁদছিলেন। পরে তৈয়বের স্ত্রী বিষয়টি তার দুলাভাই চেয়ারম্যান রমজান আলীকে জানান। খবর শুনে রমজান আলী সন্ধ্যার দিকে বাড়িতে গিয়ে ভায়য়াকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছিলেন।
কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, আমি গাড়ি নিয়ে কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসা এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে নবনির্বাচিত ইউপি সদস্য ফরহাদ ও তার সমর্থকরা মিলে আমার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তখন আমার ড্রাইভার গাড়ি থামালে আমি দৌড়ে পার্শ্ববর্তী কবরস্থানে গিয়ে আশ্রয় নেই। এ সময় তারা আমাকে খোঁজাখুঁজি করে না পেয়ে আমার ভায়রার বাড়িতে গুলি করে এবং ভাংচুর চালায়। তারা আবু তৈয়বকে মারধর করে। এ ঘটনায় আব্বাস উদ্দিন ও কামরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আবদুল জলিল বলেন, এ ঘটনায় নবনির্বাচিত ইউপি সদস্য মো. ফরহাদ উদ্দিনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে বাড়ি থেকে আটককৃত ফরহাদ বলেন, আমি গুলি করিনি। আব্বাসসহ আমার বড় ভাই ইব্রাহিমকে চেয়ারম্যানের লোকজন আসামাত্র গুলি করে। ফলে তারা বর্তমানে হাসপাতালে। আমার বাড়িঘরের দরজা-জানালাও ভাংচুর করা হয়।
এমএসএম / জামান
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২
কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০
Link Copied