ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের র‍্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন পিপিএম সাহসিকতা পদকে ভূষিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ১০:৫০
র‍্যাব টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত হয়েছেন। লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’-এ ভূষিত হয়েছেন। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রেষণে বাংলাদেশ নৌবাহিনী হতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যোগদান করে অত্যন্ত সাহসিকতা ও সুনামের সাথে কাজ করে চলেছেন। তিনি র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুরে এবং র‌্যাব-১২ এর সিপিএসসি, বগুড়ায় দায়িত্ব পালন শেষে সিপিসি-৩, টাঙ্গাইলে গত ৬ মাস যাবৎ সফলভাবে র‍্যাবের কোম্পানি কমান্ডারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
 
লে. কমান্ডার মামুন র‍্যাব-১-এর স্পেশাল কোম্পানি কমান্ডার (সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর) হিসেবে দায়িত্ব পালন কালে ২০২০ সালে বিভিন্ন ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে হত্যাকারী (৩০ জন), জঙ্গি (৫ জন), শীর্ষ সন্ত্রাসী (১৫ জন), ধর্ষক (৩০ জন), অপহরণকারী (৩২ জন), মাদক ব্যবসায়ী (২১০ জন), ছিনতাইকারী (৪৪ জন), ডাকাতিসহ (৭৬) প্রায় ৫০০ আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করে উদ্ধার করেছেন বিদেশি পিস্তল (৭টি), ওয়ান শুটারগান (৫টি), বিয়ার (৩৫০ ক্যান), ইয়াবা (৩০ হাজার  পিস), হেরোইন (১১৫ গ্রাম), বিদেশি মদ (৬৫), গাঁজা (৩০৪ কেজি), ফেনসিডিল (১৫০০ বোতল), দেশি মদ (১৮০০ লিটার)-সহ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছেন। এই দুঃসাহসিক অভিযানের নেতৃত্ব দেয়ার জন্য তিনি ২০২০ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের  স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ ২০২২ সালে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-২০২০’-এ ভূষিত হয়েছেন।
 
পরবর্তীতে তিনি সিপিএসসি, বগুড়া এবং সিপিসি-৩, টাঙ্গাইল জেলায় চাঞ্চল্যকর ও মাদক অভিযান পরিচালনা করে র্সবমোট ৫৬০ জন আসামীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। র‌্যাব-১২ এর দায়িত্বপূর্ণ এলাকায় তিনি বিভিন্ন অভিযান পরিচালনা করে উদ্ধার করেছেন ইয়াবা (৩১৯৯০ পিস), হেরোইন (১৩২৮ গ্রাম), গাঁজা (৫১১ কেজি), ফেন্সিডিল (৬৬৯৭ বোতল) উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি বহু আলোচিত অভিযানে নেতৃত্ব দিয়েছেন। তিনি টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস, জঙ্গিও মাদক মুক্ত করার লক্ষ্যে আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। উল্লেখ্য ২০১৯ সালে লে. কমান্ডার মামুন সাহসিকতা ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আইজিপি ব্যাজ প্রাপ্ত হয়েছিলেন।
 
লে. কমান্ডার মামুন, (জি), পিপিএম, বিএন ২০০৮ সালে বাংলাদেশ নৌ বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদান করেন। তিনি নৌ বাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ ঘাঁটি এবং বাংলাদেশ কোস্ট গার্ডে সুনামের সাথে চাকুরী করেছেন। তিনি লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ব্যানকন-৮ এ অংশগ্রহণ করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের গোপীনাথপুর (কলেজ মোড়) গ্রামের মরহুম হাজী মো. মোক্তার হোসেন শেখ ও মমতাজ বেগমের বড় ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার স্ত্রী ডা. জান্নাত উর্মি একটি মেডিকেল কলেজের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন। তার ভগ্নিপতি মো. ওহিদুজ্জামান, জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি তার জন্য ও তার পরিবারের জন্য টাঙ্গাইলবাসীর নিকট দোয়া চেয়েছেন যেন তিনি দেশ সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
 
র‍্যাব টাঙ্গাইল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। 

শাফিন / জামান

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি