টাঙ্গাইলে সংযোগ সড়ক ছাড়া ব্রিজ নিমার্ণ করায় এলাকাবাসীর চরম দুর্ভোগ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সংযোগ সড়ক ছাড়া ব্রিজ নিমার্ণ করায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসীর দাবির কারণে ব্রিজটি নির্মাণ করার পর ৬ বছর চলে গেলেও দুই পাশের সংযোগ সড়ক এখনো হয়নি। এ কারণে এলকাবাসীর দুর্ভোগ কমেনি; বরং বেড়েছে। বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা।
শুষ্ক মৌসুমে ব্রিজের দুপাশে কাঠের মই দিয়ে ওঠা-নামা করলেও বর্ষাকালে বন্ধ থাকে। ব্রিজটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী বাজারসংলগ্ন বংশাই নদের উপরে।
এলাকাবাসী জানান, ব্রিজের এপাড়ে ধোপাখালী আর ওপাড়ে যদুনাথপুর ইউনিয়ন। ব্রিজটি নির্মাণের পর থেকেই কোনো কাজে আসছে না দুই ইউনিয়নের আট-দশ গ্রামবাসীর। বিগত কয়েক বছরে বিষয়টি উপজেলা এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কেউ পদক্ষেপ নেয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গেলে সংবাদকর্মী দেখে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং কথা বলতে অস্বীকৃতি জানান স্থানীয়রা। অনেকের সাথে কথা বলতে চেষ্টা করা হলে চলে যান তারা। দেখা যায়, মাটি থেকে প্রায় নয় থেকে দশ ফুট উচ্চতায় ব্রিজটি। দুপাশের সংযোগ সড়ক না থাকায় কাঠের মই বেয়েই উঠা-নামা করছে। গ্রামগুলো কৃষি প্রধান হওয়ায় কৃষকরা মাথায় ও কাঁধে করে উৎপাদিত কৃষ পণ্য নিয়ে যাচ্ছেন এপাড় থেকে ওপাড়ে। চলাচলে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে মহিলা ও শিশুদের।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১৬-১৭ অর্থবছরে এডিপির অর্থায়নে স্থানীয় এক ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নিমার্ণ করে।
যদুনাথপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. তসলিম উদ্দিন বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ফরিদ আহমাদের সময় ব্রিজটি নিমার্ণ হয়। সে সময় কোন রকমে মাটি ফেলে সংযোগ সড়ক করা হয়। বর্ষার পানি নদীতে আসার পরপই সড়কের মাটি ধসে নদীতে চলে যায়। ইসলামপুর গ্রাম থেকে উপজেলা সদরে যেতে ভাড়া ও সময় লাগে অনেক বেশি। ধোপাখালীর ওই পাড়েই স্থানীয় বাজার। সেখানে নিত্যপ্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। বর্ষা মৌসুমে আর যাওয়া যায় না। বর্ষার সময় স্কুল পড়ুয়া সন্তানেরা ওপাড়ের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। নৌকায় চলাচল করতে হয়।
আরেক বাসিন্দা সেকান্দর আলী বলেন, আমরা বিষয়টি বারবার জানাইছি, কোন কাজ হয়নি। কেউ গুরুত্ব দেয় না। তাঁদের কাছে গেলে শুধু কয় দেখতাছি। এ ব্রিজ থাকলেও যা, না থাকলেও তাই। এ ব্রিজ দিয়া আমরা কি করমু?
ধোপাখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের কৃষক মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা ভাবছিলাম ব্রিজটি আমাদের অনেক উপকারে আসবে। এটা শুধু নামে মাত্র। এলাকার মানুষ কৃষি কাজ কইরা জীবন চালায়। আমাদের দুঃখ দেখার মানুষ কেউ নাই। কৃষাণী শাহিনা বেগম বলেন, কয়েক বছর আগে লোকজন আইসা ব্রিজটি দেইখা গেছে। তারা কইছে রাস্তা তাড়াতাড়ি হবে। মন চাইলে রাস্তা করলে করুক, না চাইলে না করুক। আরও এলাকাবাসীর নিকট জানতে চাইলে একই রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
ধোপাখালীর ইউপির স্থানীয় ওয়ার্ড সসদ্য আজহারুল ইসলাম বলেন, ‘রাস্তাটির ব্যাপারে আমি একাধিকবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা সাহেবকে বলেছি। তিনি করে দিতে চেয়েছেন। এরপর আর কোন খোঁজ নেয়নি। যদি আপনারা সংবাদ প্রকাশ করে আমাদের এলাকার এ জনদুর্ভোগ দূর করতে পারেন তাহলে খুবই উপকার হবে। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করি।’
জানতে চাইলে ধোপাখালীর চেয়ারম্যান আকবর হোসেন বলেন, এ বছরই রাস্তাটি করে দেয়া হবে।
যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর ফিরোজ আহাম্মেদের সাথে সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর বলেন, দুর্ভোগ এড়াতে এই বছরই সংযোগ সড়ক করে দেয়া হবে।
শাফিন / জামান

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি
Link Copied