টাঙ্গাইলে শিশুসহ হিজরা আটকের ঘটনায় পুলিশ ফাঁড়িতে হামলা-ভাংচুর

কন্যাসন্তানসহ এক হিজরাকে আটক করে বিপাকে পড়েছিল পুলিশ। আটকের খবর পেয়ে কয়েকজন হিজরা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে হাজির হন টাঙ্গাইল শহরের এলজিইডি মোড়ের সদর পুলিশ ফাঁড়িতে। এ সময় তারা উত্তিজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। এতে বাধা দিতে গেলে উপ-পরিদর্শক (এসআই) মজিদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ আহত হন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উপস্থিত জনতার সহযোগিতায় তিন হিজরাকে আটক করে পুলিশ।
আটককৃত মনিকা নামে এক হিজরা জানান, তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেহরী পূর্বপাড়া গ্রামে। তিনি আগে পুরুষ ছিলেন। তখন নাম ছিল কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে একই উপজেলার পপি খাতুন নামের এক নারীর সাথে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঔরসে জীম নামের কন্যা সন্তান জন্ম জন্মগ্রহণ করে। চার বর্তমান বয়স ৪ বছর। এরপর কামরুলের শারীরিক পরিবর্তন হতে থাকে। এ কারণে তার স্ত্রী পপি খাতুন তাকে ছেড়ে তার চাচাতো ভাইয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করে চলে যায়। ২০১৮ সালে তিনি হিজরায় পরিণত হয়ে নিজের নাম রাখেন মনিকা। এরপর থেকেই তিনি তার কন্যাসন্তানটিকে লালন-পালন করছেন। তিনি গত শনিবার ঢাকা থেকে গ্রামের বাড়ি জামালপুরে আসেন তার মেয়েকে নিয়ে। বুধবার ঢাকায় ফেরার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সাধারণ জনগণ তাকে ছেলেধরা সন্দেহে আটকে রেখে খবর দিলে পুলিশ এসে ফাঁড়িতে নিয়ে আসে।
টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) মো. শামীম হোসেন জানান, মনিকা তার মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। হিজরার কোলে সন্তান দেখে বাসের অন্য যাত্রীদের সন্দেহ হয়। এরপর এক নারী যাত্রী ৯৯৯-এ ফোন করে জানান। পরে তাকে শহরের রাবনা বাইপাস মোড় থেকে সন্দেহমূলকভাবে আটক করে ফাঁড়িতে আনা হয়। এ খবর পেয়ে হিজরা চামেলির নেতৃত্বে কয়েকজন হিজরা থানায় হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। এ সময় তিন হিজরাকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।
তিনি আরো জানান, মনিকা ওরফে কামরুজ্জামানের সাবেক স্ত্রী পপি খাতুন খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে আসেন। তার সাথে কথা বলে জানা গেছে, সন্তান তাদেরই। তার স্বামীর শারীরিক পরিবর্তন হওয়ায় তিনি তাকে তালাক দিয়েছেন। এ কারণে তার সন্তানটি স্বামী কামরুজ্জামান ওরফে মনিকার কাছেই থাকে। এজন্য মনিকাকে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / জামান

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন
