ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সংরক্ষণের অভাবে বিলীন হচ্ছে মোগল আমলে নির্মিত লালমনিরহাটের দুটি প্রাচীন মসজিদ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ৩:২৬
লালমনিরহাট জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থিত মণ্ডলপাড়া সিন্দুরিয়া জামে মসজিদ ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে অবস্থিত গিলাবাড়ী পুরাতন জামে মসজিদটি মোগল আমলে নির্মিত। যুগ যুগ ধরে টিকে থাকা দুই সারির এ মসজিদ দুটি আজও মোগল আমলীয় নির্মাণশৈলীর স্মৃতি বহন করে চলেছে। এটি দেখতে এখনো দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন। মসজিদ দুটি মোগল আমলের ১৫৯৬ খ্রিস্টাব্দ থেকে ১৬৮৭ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত বলে জানা যায়। মসজিদ সংরক্ষণের জন্য গত বুধবার (২ ফেব্রুয়ারি) প্রত্নতত্ত্ব অধিদপ্তরে গিলাবাড়ী এলাকার স্থানীয় আব্দুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তি আবেদন করেন।
 
ইতিহাস বিশ্লেষণে জানা যায়, ১৫৭৬ খ্রিস্টাব্দের ১২ জুলাই রাজমহলের যুদ্ধে আবগান সুলতান দাউদ খাঁ করনারি মোগলদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হলে কার্যত বাংলায় মোগল শাসনের সূত্রপাত ঘটে। ১৫৭৯-১৫৮০ খ্রিস্টাব্দে মোগল শাসন কাঠামোয় বাংলা ‘‘সুবে বাঙ্গলা’’ নামে পরিচিতি পায়। মোগল-সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল ১৫৮২ খ্রিস্টাব্দে ‘সুবে বাঙ্গলা’ কে ১৯টি সরকার এবং ৬৮৮টি মহালে বিভক্ত করেন। তন্মধ্যে সরকার ঘোড়াঘাট একটি। মোগল আমলে সরকার ঘোড়াঘাট থাকলেও বৃহত্তর রংপুরের উত্তরাঞ্চল মূলত কুচবিহার রাজ্যর অধীনে ছিল। কুচবিহার মহারাজা নর নারায়ণের মৃত্যুর পর লক্ষèী নারায়ণ ও রঘুদেব নারায়ণের মাঝে বিবাদের সৃষ্টি হলে লক্ষ্মী নারায়ণ মোগল শক্তির সাথে মিত্রতার বন্ধনকে অটুট করতে মোগল সুবাদার মানসিংহের সাথে স্বীয় ভগ্নী প্রভাদেবীর বিবাহ প্রদানের জন্য ১৫৯৬ খ্রিস্টাব্দে প্রস্তাব প্রেরণ করেন এবং সুবাদার মানসিংহ বর্তমান লালমনিরহাট জেলার উপর দিয়ে কুচবিহার গমণকালে এই এলাকায় ছাউনি স্থাপন করেন।
 
ধারণা করা হয়, মোগলরা এ সময় থেকেই এতদঞ্চলকে কুচবিহার বা কামরূপ অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার শুরু করেন। মহারাজা লক্ষ্মী নারায়ণের মৃত্যুর পর মোগলদের সাথে কুচবিহারের সম্পর্কের অবনতি ঘটলে ১৬৩৪ খ্রিস্টাব্দে মোগল বাহিনী পাঙ্গা আক্রমণ করে পাঙ্গা-রাজ মধুসূদনকে পরাজিত করলে তিনি মোগলদের বশ্যতা স্বীকার করেন। ১৬৮৫ খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খান তদীয় পুত্র এবাদত খানের নেতৃত্বে কুচবিহারে অভিযান প্রেরণ করেন এবং তার নেতৃত্বে ১৬৮৭ খ্রিস্টাব্দে কাকিনা,কাযিরহাট ও ফতেহপুর চাকলা সরকার ঘোড়াঘাটের অধীনে আসে। এ সময় তিনি মোগলদের স্মরণে লালমনিরহাটে একটি হাট স্থাপন করেন, যা আজও মোগলহাট নামে পরিচিত।
 
সাপ্টিবাড়ী ইউনিয়নের সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন জানান,প্রাচীন এই মসজিদটি সংরক্ষণ ও সংস্কার করা জরুরী প্রয়োজন। ভবিষ্যত প্রজন্মের দেশের ও ধর্মের ইতিহাস জানার জন্য সরকারের কাছে আমার দাবী এটি আগের আদলে রূপ দেয়ার।
 
পঞ্চগ্রাম ইউনিয়নের সমাজসেবক রফিকুল ইসলাম মণ্ডল বুলু বলেন, মণ্ডলপাড়া সিন্দুরিয়া জামে মসজিদটি মোঘল আমলে নির্মিত। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই মসজিদের ইতিহাস জানতে পেরেছি। মসজিদটি সরকারি তালিকাভুক্ত করে সংরক্ষণ করলে পরবর্তী প্রজন্ম মোঘল আমলের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
 
প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রত্যেক জাতির অমূল্য সম্পদ। একটি জাতির ইতিহাস-ঐতিহ্য ও অস্তিত্বের সাথে মিশে থাকা প্রত্নতাত্বিক নিদর্শনগুলো সংরক্ষণে সাংবিধানিক তাগিদ থাকলেও বর্তমানে মসজিদ দুটি অপরিকল্পিত সংস্কারের মাধ্যমে এর ঐতিহাসিক গঠন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, সাপ্টিবাড়ী এলাকার গিলাবাড়ী মসজিদটির মূল কাঠামো ভেঙ্গে ফেলারও চেষ্টা চালাচ্ছে একটি মহল ।
 
জেলা প্রশাসক আবু জাফর বলেন, ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শনসমূহ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে সংরক্ষণ করা হয়ে থাকে। এখন পর্যন্ত এ জেলায় দুটি প্রাচীন মসজিদের সন্ধান মিলেছে। একটি পঞ্চগ্রাম ইউনিয়নে ও আরেকটি সাপ্টিবাড়ী ইউনিয়নে গিলাবাড়ী এলাকায় অবস্থিত। মসজিদ দুটির স্মৃতি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঐতিহাসিক ও প্রচীন নিদর্শনসমূহ কোনোভাবে যেন ধ্বংস না হয়, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক এ নিদর্শন দুটি সংরক্ষণের এবং পরিকল্পিতভাবে সংস্কারের ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনসহ প্রত্নত্তত্ত্ব অধিদপ্তরের সুদৃষ্টি দেয়া প্রয়োজন বলে এলাকার সচেতন মহল মনে করেন।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত