ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দোহার উপজেলা নির্বাহী অফিসারের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠিত 


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ২:১৭

ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিদায়ী অতিথি (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিদায় সংবর্ধনা দেয়।

ফিরোজ মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোয়ন করা হয়েছে। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু ফতেহ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনের আদেশ জারির পর দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস।

তিনি ২০২০ সালের ১৮ জুলাই দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দোহারে যোগদান করেন। তিনি এর আগে মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমেস অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি দোহার উপজেলায় তার কাজের কৃতিত্ব দেখিয়েছেন, যার ফলস্রুতিতে দোহারের মানুষের ভালোবাসার অস্রু ‍এবং ফুলের সুবাসে ভাসলেন।

কর্মস্থলে শেষ কর্মদিবসের পর দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে এএফএম ফিরোজ মাহমুদকে বিদায় সংবর্ধনা দেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মুক্তিয়োদ্ধা কমান্ড কাউন্সিল, দোহার পৌরসভা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃব‍ৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক সংগঠন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে দোহার উপজেলায় চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমি তাকে খুব কাছে থেকে চিনেছি। তিনি যখন দোহারে আসেন তখন মানিকগঞ্জের উপজেলা চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে ফিরোজ মাহমুদের কথা বলে তিনি বলেন, ফিরোজ মাহমুদ আমার সন্তানের মতো ছিল, তাকে দেখে রাখবেন। আমি তার জন্য এমপি মহোদদের কাছে রিকোয়েস্ট করেছিলাম তাকে দোহারে রাখার জন্য, কিন্তু এমপি মহোদয় বলেন তার সময় হয়ে গেছে, চলে যেতে হবে।

বিদায়বেলায় এএফএম ফিরোজ মাহমুদ বলেন, আমি দোহারে এসেছি এমন সময়, যে সময় করোনা ছিল। আমি ১৮ মাস কাজ করতে পেরেছি দোহারের জন্য। আমি দোহারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। দোহারের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, যা ভোলার নয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বির সঞ্চালনায় এবং দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মো, সুজাহার বেপারী, মো. সুরুজ আলম সুরুজ, দোহারের ৫টি ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান, জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহম্মেদ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ চঞ্চল, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আজম, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, দোহার উপজেলা আনসার ও ভিডিপির কমান্ডার সালেহা খাতুনসহ দোহার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও  সাংবাদিকবৃন্দ।

পরে বিদায়ী সংবর্ধনা হিসেবে তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

জামান / জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী