মান্দায় আ.লীগের শোক সভা অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় আ.লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা ও মান্দা উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি মরহুম হাফিজুর রহমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মান্দা উপজেলা আ.লীগের পক্ষ থেকে উপজেলার দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ (বাবু)’র সঞ্চালনায় এবং সভাপতি নাজিম উদ্দীন মন্ডলের সভাপতিত্বে টেলিÑকনফারেন্সের মাধ্যমে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দীন প্রাং এমপি।
মরহুম হাফিজুর রহমান গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে প্রসাদপুর নিমতলা বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মান্দা উপজেলা আ.লীগের পক্ষ থেকে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে মান্দা উপজেলা আ.লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে তার রুহের মাগফেরাত কামনা করেন।
এমএসএম / এমএসএম