ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ধর্ষণচেষ্টার মূল অভিযোগপত্র পরিবর্তন করে মামলা রেকর্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৫:৩

গত ১৯ ডিসেম্বর ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ধর্ষণচেষ্টার শিকার এক নারী। থানায় দেয়া ওই লিখিত অভিযোগটির কিছু অংশ পরিবর্তন করে মামালা এজাহারভুক্ত করেছে পুলিশ- এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী। অভিযোগকারী নারী পড়াশোনায় অজ্ঞ হওয়ায় তার পক্ষে জেলার কালীগঞ্জ উপজেলার মুশরত মদাতী এলাকার মৃত আব্বাস গণির ছেলে শাহাজাহান আলী লিখিত বক্তব্য পাঠ করেন (ধর্ষণচেষ্টার শিকার নারীর প্রতিবেশী)। এ সময় ওই নারীর স্বামী মো. মনছের আলী, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অভিযোগকারী বলেন, তিনি গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় একই এলাকার মেছের আলীর ছেলে মো. মমিদুল ইসলাম এবং রমজান আলীর ছেলে মো. আনারুল তার ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে ঘাড়ে করে বাইরে নিয়ে গিয়ে মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় ভুক্তভোগীর গোঙ্গানি শুনে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে এলে ধর্ষণচেষ্টাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নারী বাদী হয়ে পলাতক ব্যক্তিদের নামে কালীগঞ্জ থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর কালীগঞ্জ থানা প্রশাসন উপর মহল এবং এলাকার প্রভাবশালী মহলের কুচক্রে তার মূল অভিযোগটির কিছু অংশ পরিবর্তন করে মামলা রেকর্ডভুক্ত করে। যার মামলা নং- ৪০/২১, তাং-২৯ ডিসেম্বর ২০২১ইং ও স্মারক নং- ৩২৪৬(৩)-১।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করে তিনি বলেন, থানায় দায়ের করা অভিযোগ থেকে ঘরে ঢুকে মুখ ও হাত-পা বাঁধা বিষয়টি বাদ দেয়া হয়, যেটি ঘটনার বিপরীত। তাছাড়া মামলার পরবর্তীতে আসামীগণ তাকে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করায় তিনি আবারো থানায় তাদের নামে ১০৭ ধারামতে আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটির রিসিভ কপি চাওয়ার পরও এখন পর্যন্ত কালীগঞ্জ থানা প্রশাসন তা দেয়নি। ফলে তিনি সর্বক্ষণ আসামিদের ভয়ে ও অজানা আশংকায় দিন কাটাচ্ছেন।

এছাড়া লিখিত অভিযোগটি পরিবর্তন করে মামলা রেকর্ড ও আসামিদের গ্রেফতার না করায় হতাশ হয়ে বিষয়টি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ধর্ষণচেষ্টার শিকার শিল্পী বেগম ও তার স্বামী মনছের আলী।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত