ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার দুই বছর কারাদণ্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৭:৫২
লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আখেরকে দুই বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সিআইডির দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী আসামি রংপুর সিআইডির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আখেরের উপস্থিতিতে দুই বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদানের রায় ঘোষণা করেন। ‍একই সাথে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী।
 
জানা গেছে, ২০১৫ সালের ১৭ এপ্রিল লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার আকবর ঈমামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ আজমাতা এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল আখেরের বিবাহ হয়। যৌতুক দাবি করে শারমিন আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করলে একই বছরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশী পিটিশন মামলা দায়ের করেন শারমিন। 
 
আদালত সূত্র জানায়, ২০১৫ সালে ১৭৩ নম্বর নালিশী পিটিশন মামলাটি দায়ের করেন আখের আলীর স্ত্রী মোছা. শারমিন আক্তার। নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ) ধারার বিষয়ে মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে এ রায় ঘোষণার মধ্যদিয়ে মামলাটির নিষ্পত্তি হলো।
 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু বলেন, আদালত উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আব্দুল আখেরকে দুই বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
আসামি আব্দুল আখেরের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা বলেন, আসামির প্রিন্সিপাল আইনজীবী আজিজুর রহমান দুলু ভাইসহ আদালতে শুনানি করেছি। আদালত আসামিকে দুই বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করেছে। আসামির পরিবারের সঙ্গে আলোচনা করে আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।
 
রংপুর মেট্রো ও জেলা সিআইডি পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার বাসিন্দা আব্দুল আখের ২০০৭ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে রংপুর মেট্রো ও জেলা সিআইডি পুলিশে বদলি হন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রী শারমিন আক্তারের একটি নালিশী পিটিশন মামলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এমএসএম / জামান

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ