স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার দুই বছর কারাদণ্ড

লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আখেরকে দুই বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সিআইডির দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী আসামি রংপুর সিআইডির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আখেরের উপস্থিতিতে দুই বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদানের রায় ঘোষণা করেন। একই সাথে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী।
জানা গেছে, ২০১৫ সালের ১৭ এপ্রিল লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার আকবর ঈমামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ আজমাতা এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল আখেরের বিবাহ হয়। যৌতুক দাবি করে শারমিন আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করলে একই বছরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশী পিটিশন মামলা দায়ের করেন শারমিন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালে ১৭৩ নম্বর নালিশী পিটিশন মামলাটি দায়ের করেন আখের আলীর স্ত্রী মোছা. শারমিন আক্তার। নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ) ধারার বিষয়ে মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে এ রায় ঘোষণার মধ্যদিয়ে মামলাটির নিষ্পত্তি হলো।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু বলেন, আদালত উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আব্দুল আখেরকে দুই বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আসামি আব্দুল আখেরের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা বলেন, আসামির প্রিন্সিপাল আইনজীবী আজিজুর রহমান দুলু ভাইসহ আদালতে শুনানি করেছি। আদালত আসামিকে দুই বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করেছে। আসামির পরিবারের সঙ্গে আলোচনা করে আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।
রংপুর মেট্রো ও জেলা সিআইডি পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার বাসিন্দা আব্দুল আখের ২০০৭ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে রংপুর মেট্রো ও জেলা সিআইডি পুলিশে বদলি হন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রী শারমিন আক্তারের একটি নালিশী পিটিশন মামলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত
Link Copied