ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার দুই বছর কারাদণ্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৭:৫২
লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আখেরকে দুই বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সিআইডির দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী আসামি রংপুর সিআইডির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আখেরের উপস্থিতিতে দুই বছরের সাজা ও নগদ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদানের রায় ঘোষণা করেন। ‍একই সাথে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক মোর্শেদ তারেক সিদ্দিকী।
 
জানা গেছে, ২০১৫ সালের ১৭ এপ্রিল লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর এলাকার আকবর ঈমামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ আজমাতা এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল আখেরের বিবাহ হয়। যৌতুক দাবি করে শারমিন আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করলে একই বছরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশী পিটিশন মামলা দায়ের করেন শারমিন। 
 
আদালত সূত্র জানায়, ২০১৫ সালে ১৭৩ নম্বর নালিশী পিটিশন মামলাটি দায়ের করেন আখের আলীর স্ত্রী মোছা. শারমিন আক্তার। নারী ও শিশু নির্যাতন আইনের ১১(গ) ধারার বিষয়ে মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে এ রায় ঘোষণার মধ্যদিয়ে মামলাটির নিষ্পত্তি হলো।
 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু বলেন, আদালত উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আব্দুল আখেরকে দুই বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
আসামি আব্দুল আখেরের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা বলেন, আসামির প্রিন্সিপাল আইনজীবী আজিজুর রহমান দুলু ভাইসহ আদালতে শুনানি করেছি। আদালত আসামিকে দুই বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করেছে। আসামির পরিবারের সঙ্গে আলোচনা করে আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।
 
রংপুর মেট্রো ও জেলা সিআইডি পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার বাসিন্দা আব্দুল আখের ২০০৭ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে রংপুর মেট্রো ও জেলা সিআইডি পুলিশে বদলি হন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রী শারমিন আক্তারের একটি নালিশী পিটিশন মামলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এমএসএম / জামান

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করলো বিএনপির নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

টাঙ্গাইলে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে বন

নারী-শিশু নিরাপত্তায় উদ্বেগ বাড়ছে রাজশাহীতে, নভেম্বরে ১৬জন নির্যাতিত

ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে নিভৃতে কাজ করছে গেম চেঞ্জার

জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কুড়িগ্রামে শীত সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস

সোনাগাজীতে রূপালী ব্যাংক থেকে ১৯লাখ টাকা উধাও

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফের নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা

ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি: সেনা অভিযানে গোপালগঞ্জে দুইজন গ্রেপ্তার

ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাহাড়ের শান্তি চুক্তির ২৮ বছরেও এখনো আতঙ্ক কাটেনি

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা