শ্রীপুরে কোভিড ভ্যাকসিন বিক্রির অভিযোগ, ৭টি ভায়ালসহ আটক ২
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে কোভিড ভ্যাকসিন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে করোনার টিকা সিনোভ্যাক্সের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই দুটি ঘটনা ঘটে।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে এ বিষয়ে টিকা গ্রহণে স্বীকারোক্তি দেওয়া এক ব্যাক্তির ভিডিও ফুটেজ ও অপর একজনের অডিওবার্তা বিভিন্ন ব্যাক্তির মুঠোফোনে ছড়িয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও বিষয়টি অবগত হয়েছেন।
ভিডিও ফটুটেজ ও অডিওবার্তায় টেংরা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হক জানিয়েছেন, প্রচন্ড ভীড়ের কারণে চেষ্টা করেও তিনি টীকাকেন্দ্রসমূহ থেকে কোভিড-১৯ এর টিকা নিতে পারেননি। পরে অভিযুক্ত তাকে ২’শ টাকার বিনিময়ে শনিবার ওই টিকা প্রদান করেছেন। এদিকে, একই গ্রামের গিয়াস উদ্দিন জানান, তার বাড়ির আটজন সদস্যকে টাকার বিনিময়ে অভিযুক্তের কাছ থেকে টিকা গ্রহণ করিয়েছেন। একই গ্রামের খোরশেদ আলমও একই অভিযোগ করেছেন।
অভিযুক্ত মোফাজ্জল হোসেন মানিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী পদে তেলিহাটী ইউনিয়নে কর্মরত। উপজেলায় মুলাইদের রঙ্গিলা বাজার এলাকায় টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে করোনার টিকা সিনোভ্যাক্সের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। আটককৃত জাহাঙ্গীর আলম গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি।
আটক জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুর ইসলামের ছেলে এবং সুলতানা পারভীন (১৯) একই উপজেলার মাওনা বাজার এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রোববার মধ্যরাতে একটি মামলা দায়ের করেছে। আটককৃতকে রোববার (২৭ ফেব্রুয়ারী) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত জাহাঙ্গীর রঙ্গিলা বাজার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে ১’শ থেকে ২’শ টাকা করে নিয়ে করোনার টিকাকার্ড সংগ্রহ করেন। পরে শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর থেকে রঙ্গিলা বাজার এলাকায় জাহাঙ্গীরের ওই সংগঠনের অফিসে বসে টিকাকার্ড দেওয়া মানুষদের টিকা প্রদান কার্যক্রম শুরু করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে জাহাঙ্গীরসহ ওই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
জেলা ইপিআই প্রযুক্তিবিদ আমজাদ হোসেন জানান, কোভিড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচলিত প্রক্রিয়ায় ২৪ ঘন্টা বাইরে সংরক্ষণ করলে স্বাভাবিক কার্যক্ষমতা থাকে। খোলা হয়ে থাকলে ১২ ঘন্টা স্বাভাবিক কার্যক্ষমতা থাকে।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, ভিডিও ফুটেজ ও অডিওবার্তা তিনি শোনেছেন। অভিযুক্ত তাাঁর কাছে অভিযোগ অস্বীকার করেছেন। ওই বার্তাগুলোতে প্রাথমিকভাবে তার অংশগ্রহণ পাওয়া যায়নি। এর জন্য অধিকতর তদন্ত প্রয়োজন। টাকার বিনিময়ে করোনার টিকা বিক্রির বিষয়টি শুনেছি। তারা এ টিকা পেল তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এলাকাবসীর সহায়তায় অভিযুক্তদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রোববার মধ্যরাতে একটি মামলা দায়ের করেছে। আটককৃতকে রোববার (২৭ ফেব্রুয়ারী) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান