ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আজ থেকে বুড়িমারী কমিউটার ট্রেনটি পার্বতীপুর যাবে না


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৪:৫৩
বুড়িমারী কমিউটার ট্রেনটি পার্ববতীপুর থেকে প্রতিদিন ভোরবেলা ছেড়ে এসে লালমনিরহাট রেলস্টেশন পৌ‍ঁছায় সকাল পৌনে ৮টায়। লালমনিরহাট রেলস্টেশনে ১৫ মিনিট বিরতি দিয়ে সকাল ৮টায় আবার বুড়িমারী স্থলবন্দর অভিমুখে ছুটে যায়। এভাবেই প্রতিদিন বুড়িমারী কমিউটার ট্রেনটি পার্ববতীপুর-লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে যাতায়াত করে আসছে। কিন্তু রেল কর্তৃপক্ষ হঠাৎ করে রুট সংক্ষিপ্ত করে।
 
ট্রেনটি পার্বতীপুর না গেলেও সকাল ৮টায় লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে বুড়িমারী যাবে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে পুনরায় লালমনিরহাটে ফিরে এখানেই যাত্রা সমাপ্ত করবে, পার্ববতীপুর যাবে না। মঙ্গলবার (১ মার্চ)  দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ মোহাম্মদ সুফি নূর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আজ মঙ্গলবার (১ মার্চ) থেকে বুড়িমারী কমিউটার ট্রেনটির সিডিউল পরিবর্তন করছে রেল বিভাগ। এতে পার্বতীপুরকে বাদ দেয়া হয়েছে। নতুন সিডিউল অনুযায়ী ১ মার্চ থেকে সকাল ৮টায় ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে বুড়িমারী পৌঁছবে এবং সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে পুনরায় লালমনিরহাট পৌঁছে যাত্রা সমাপ্ত করবে। ফলে রংপুর বিভাগে এ জনবান্ধব ট্রেনটি আর জনবান্ধব বা লাভজনক থাকছে না বলে আশঙ্কা স্থানীয় সুশীল সমাজের।
 
জানা গেছে, ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর স্টেশন থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে রংপুর-লালমনিরহাট হয়ে বুড়িমারী পৌঁছায় সকাল ১০টায়। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে পুনরায় একই রুটে পার্বতীপুর ফিরে যাত্রা শেষ করে। ট্রেনটি দীর্ঘদিন লালমনিরহাট রুটে চলায় জেলার পাঁচটি উপজেলার ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা যাতায়াত করতে পারেন। রংপুরের যাত্রীরাও এ ট্রেনে লালমনিরহাট জেলার অফিসের কাজকর্ম করতে পারেন।
 
শিক্ষার্থীরা এ ট্রেনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, কারমাইকেল কলেজ ও দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ এ বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছেন। একই ভাবে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা এ ট্রেনে রংপুর যাতায়াত করেন। এ কারণে ট্রেনটি লাভজনক ও জনবান্ধব বাহনে পরিণত হয়েছে। ট্রেনটি বন্ধ হলে এসব যাত্রী চরম ভোগান্তিতে পড়বেন।
 
অপরদিকে করোনাকালে বন্ধ হওয়া রমনা কমিউটার ট্রেনটি ১ মার্চ থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। যার সিডিউল নিয়ে আপত্তি রয়েছে যাত্রীসাধারণের। নতুন সিডিউল অনুযায়ী রমনা কমিউটার ট্রেনটি সকাল ৮টায় কুড়িগ্রামের রমনা বাজার থেকে ছেড়ে রংপুর পৌঁছবে বেলা ১১টায়। সেখান থেকে লালমনিরহাট যাবে। পুনরায় লালমনিরহাট থেকে এ ট্রেনটি রাত ১০টায় কাউনিয়া হয়ে রমনা বাজার পৌঁছবে রাত দেড়টায়। এ সময় রমনা কমিউটারও যাত্রীদের তেমন কাজে আসবে না বলে দাবি রেলযাত্রীদের। রেল বিভাগের এ সিদ্ধান্তের ফলে রংপুর বিভাগের যাত্রীরা চরম দুর্ভোগ ও ট্রেন সংকটে পড়বেন বলে দাবি করছেন সচেতন মহল। সেই সাথে বুড়িমারী কমিউটার ট্রেনটি বন্ধ না করার দাবিও জানান তারা।
 
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ মোহাম্মদ সুফি নূর বলেন, বুড়িমারী কমিউটার বন্ধ নয়, শুধুমাত্র যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি পার্বতীপুর না গেলেও লালমনিরহাট-বুড়িমারী রুটে আপ ও ডাউন করবে। অপরদিকে কুড়িগ্রামের যাত্রীদের কথা বিবেচনা করে বন্ধ থাকা রমনা কমিউটার ট্রেনটি ১ মার্চ থেকে চালু করা হচ্ছে।

এমএসএম / জামান

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করলো বিএনপির নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

টাঙ্গাইলে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে বন

নারী-শিশু নিরাপত্তায় উদ্বেগ বাড়ছে রাজশাহীতে, নভেম্বরে ১৬জন নির্যাতিত

ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে নিভৃতে কাজ করছে গেম চেঞ্জার

জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কুড়িগ্রামে শীত সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস

সোনাগাজীতে রূপালী ব্যাংক থেকে ১৯লাখ টাকা উধাও

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফের নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা

ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি: সেনা অভিযানে গোপালগঞ্জে দুইজন গ্রেপ্তার

ধামরাইয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাহাড়ের শান্তি চুক্তির ২৮ বছরেও এখনো আতঙ্ক কাটেনি

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা