পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে হামলা, সংর্ঘষ

দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলা বিএনপির ডাকা কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্য অন্তত ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। হামলার সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করেছে।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কেন্দ্রীয় বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে সমাবেশ করার উদ্যোগ নেয় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বনানী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপির বনানীর দলীয় কার্যালয় থেকে সরকারি কলেজের দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মিছিলটি বনানী বিএনপি কার্যালয়ের কাছে পৌঁছলে উল্টো দিকে থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেছাসেবক লীগের নামধারী সন্ত্রাসীরা হামলা করে।
তিনি দাবি করেন, হামলায় বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের সাথে একাট্টা হয়ে উপস্থিত পুলিশও বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে।
তিনি আরো দাবি করেন, এই হামলায় জেলা ছাত্রদলের সভাপতি সফিউল বাশার উজ্জল, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন, কাজী মাহাবুব আলম, মীর মাকসুদুর রহমান, মো. বশির উদ্দিন, মো. মোস্তফা, মো. নুরুজ্জামান, মো. মশিউর রহমান মিলনসহ একাধিক নেতাকর্মী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিফাত হাসান সজিব জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ের পর আজ সন্ধ্যায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্যদের সম্মানে জেলা আওয়ামী লীগ এক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানের আয়োজন করতে তিনিসহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেলযোগে বনানী এলাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তাদের মোটরসাইকেলের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় তাদের দুই কর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
হামলার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল পটুয়াখালীতে চরম আকার ধারণ করেছে। এর আগেও তাদের এক গ্রুপের কর্মসূচিতে অন্য গ্রুপ হামলা করেছে। আজকেও সেই একই ঘটনা ঘটেছে। হামলার সাথে আওয়ামী লীগের কোনো সদস্য জড়িত নয় বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, বিএনপির মিছিলটি বনানী চত্বরে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হামলা ও সংঘাতের ঘটনা ঘটে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিরস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এমএসএম / জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী
Link Copied