জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজার জেলার জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের স্থান পরিবর্তনের দাবিতে এ মানববন্ধন করেন উপজেলাবাসী।
জানা যায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর অংশ হিসেবে জুড়ীতে নির্মাণ হতে যাচ্ছে এ মিনি স্টেডিয়াম।
মানববন্ধনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম বলেন, আমরা চাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম জুড়ী টু বড়লেখা আঞ্চলিক মহাসড়কের পাশে হোক।
সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের লক্ষ্যে জুড়ীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছেন। কিন্তু যে স্থানে স্টেডিয়ামটি করার প্রস্তাব দেয়া হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। একটি বিশেষ গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ওই জায়গায় স্টেডিয়াম নির্মাণের জন্য উঠেপড়ে লেগেছে। মাননীয় পরিবেশমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তিনি আশ্বস্ত করে বলেছেন এখনো মিনি স্টেডিয়ামের জায়গা চূড়ান্ত হয়নি।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবিত স্থান গৌরীপুর আনজুরী কোনা মূলত নদীভাঙন এলাকায় পড়েছে। বর্ষাকালে এখানে সব সময় পানি জমা থাকে। এছাড়া উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরবর্তী এই জায়গায় যেতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হবে। তাই অচিরেই মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবিত স্থানটি পরিবর্তন করা অতিপ্রয়োজন। প্রস্তাবিত স্থানটি পরিবর্তন করা না হলে আরো কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পাঠানো স্থানীয় সাংসদ ও পরিবেশমন্ত্রীর একটি ডিও লেটার সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌরীপুর আনজুরী কোনা নামক এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে স্থান প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রস্তাবিত এলাকাটি জুড়ী নদীর ভাঙনকবলিত এলাকা এবং বর্ষাকালে উক্ত স্থান ৭ থেকে ৮ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। এছাড়া প্রস্তাবিত স্থানটি উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির প্রস্তাবিত স্থান পরিবর্তন করা অতীব জরুরি বলে ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন।
এছাড়া এ মিনি স্টেডিয়ামের স্থান পরিবর্তন করার লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবিত স্থান পরিবর্তনের জন্য জেলা প্রশাসক বরাবর সুপারিশ পাঠিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতিক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আহ্বায়ক চন্দন কুমার দাশ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, শাহাদাত হোসেন শাহীন, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কয়ছর আহমদ রুবেল, মতিউর রহমান রাজিব, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, কোয়াব উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি অনেক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ
ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন
‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান
রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা
মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে
দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা
পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা
মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প
অবশেষ একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার
Link Copied