ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী কারাগারে


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ১:১

গাজীপুরে স্ত্রী হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। সে নেত্রকোনা সদরের রৌহা গ্রামের আব্দুল বারেকের ছেলে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার জাকির হাসান বিষিয়টি নিশ্চিত করেছেন।

নিহত মমতাজ খাতুন ওরফে মিতা (৩৩) রাজশাহীর বাঘমারা উপজেলার নকপাড়া গামের আব্দুল মোতালেব হোসেনের মেয়ে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ভাড়া থেকে ভোগড়া এলাকার স্থানীয় জিম এন্ড জেসী পোশাক কারখানায় চাকরি করতেন। 

গ্রেপ্তার রফিকুল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা আমতলী এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সোমবার (৭ মার্চ) রাতে রাতে পুলিশ নেত্রকোনা থেকে মিতার স্বামীকে গ্রেপ্তার করে। 

মহানগর পুলিশ কর্মকর্তা জাকির হাসান জানান, গত রোববার (৬ মার্চ) দুপুরে স্বামী রফিকুল ইসলাম জেলার শ্রীপুরের মাওনা আমতলী থেকে গাজীপুর মহানগরের স্ত্রীর ইটাহাটার ভাড়া বাসায় যান। বাসায় পৌছার কিছুক্ষন পর স্বামী রফিকুল ইসলাম ঘর থেকে চলে যান। স্বামী চলে যাওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে এক ফোন পেয়ে বাড়ির মালিক মিতার খোঁজ নিতে তার কক্ষের সামনে গেলে বাইরে থেকে তার বসতঘরের দরজার ছিটকানি আটকানো দেখতে পান। পরে ছিটকানি খুলে দরজা ধাক্কা দিলে ঘরের মেঝেতে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ ওইদিন রাত ৯টায় ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই করে। সিআইডি ও পিবিআই পুলিশ সদস্যদের উপস্থিতিতে ক্রাইমসিন সংরক্ষণ ও মৃতের পরিচয় নিশ্চিত করে। পরে মিতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরদিন সোমবার (৭ মার্চ) নিহতের মামা আব্দুল জলিল বাদী হয়ে বাসন থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই দিন রাতে নেত্রকে‍ানা থেকে মিতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন সময় স্ত্রীকে ব্ল্যাকমেইল করার হুমকি এবং দাম্পত্য কলহের কারণেই স্বামী-স্ত্রীর মাঝে দূরত্ব চলছিল। ঘটনার দিন স্ত্রীর ভাড়া বাসায় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রফিকুল স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নেত্রকোনার গ্রামের বাড়ি চলে যায়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জামান / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু