নরসিংদী আধুনিক চক্ষু হাসপাতাল এবং মেডিকেল সার্ভিসেসের উদ্যোগে বিশ্ব গ্লকোমা দিবস উদযাপন

‘আপনার দৃষ্টি রক্ষা করুন, সুন্দর পৃথিবী উপভোগ করুন’ স্লোগানে নরসিংদী আধুনিক চক্ষু হাসপাতাল এবং মেডিকেল সার্ভিসেসের উদ্যোগে বিশ্ব গ্লকোমা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনের জন্য নরসিংদী আধুনিক চক্ষু হাসপাতাল এবং মেডিকেল সার্ভিসেসের চক্ষু বিভাগের পক্ষ থেকে গ্লকোমা স্ক্রিনিং ক্যাম্পিং, র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৯ মার্চ) সকালে ৫০ নাগরিয়াকান্দি, ডা. হাবিব ম্যানশন, ইউএমসি জুট মিলস্ গেট (জামতলা) মোড়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে নরসিংদী আধুনিক চক্ষু হাসপাতাল এবং মেডিকেল সার্ভিসেস।
এ সময় র্যালিপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় চিফ কনসালট্যান্ট, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, গ্লকোমা অন্ধত্বের অন্যতম কারণ। এটা চোখের সমস্যার বড় একটি কারণ। কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে চললে চোখ ঠিক হয়ে যায়। সুতরাং গ্লকোমা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে।
তিনি আরো বলেন, এই রোগটা যে মানুষের হয় সে নিজেও জানেন না যে, তার গ্লকোমা হয়েছে। আর এই রোগ ভালো হয় না। সেজন্য এই রোগের চিকিৎসা করাতে হবে এবং নিয়মিত ফলোআপে থাকতে হবে।
গর্ভাবস্থায় মায়ের পেট থেকেও গ্লকোমা হতে পারে জানিয়ে ডা. মো. হাবিবুর রহমান বলেন, শিশু জন্ম নেয়ার পর তার চোখ বড় হলে কিংবা চোখ ছোট-বড় হলে বুঝতে হবে যে, তার চোখে সমস্যা আছে। তাই শিশুকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন। না হলে শিশুটি অন্ধ হয়ে যেতে পারে। এই নীরব ঘাতক চক্ষু রোগের বিষয়ে গুরুত্ব আরো বেশি দিতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় লিফলেট বিতরণ এবং মিডিয়ায় প্রচারণা করলে এই রোগের বিষয়ে জনসচেতনা আরো বেশি বৃদ্ধি পাবে। তাই আসুন, এই রোগ প্রতিরোধে আমরা আরো বেশি সচেতন হই।
মেহেদুল হাসান অ্যাসিসটেন্ট ম্যানেজ্যার অ্যারিস্টেভিশন বলেন, গ্লকোমার বিষয়ে সাধারণ জনগণ জানে না। গ্লকোমা প্রাথমিক পর্যায়ে ডায়াগনস্টিক করাতে হবে। এজন্য প্রচারণা দরকার। কারণ এই রোগ হলে বেশিরভাগ মানুষই তা বোঝে না। আর শতকরা ৯০ ভাগ মানুষ জানে না যে, তার গ্লকোমা হয়েছে।
তিনি আরো বলেন, গ্লকোমা একটি মারাত্মক দৃষ্টিনাশী রোগ। প্রধানত এই রোগে চোখের দৃষ্টিস্নায়ু ক্রমান্বয়ে শুকিয়ে আসে। রোগী নিজের অজান্তেই অকাল অন্ধত্বের শিকার হন। অন্ধত্ব পরিসংখ্যানে গ্লকোমার অবস্থান দ্বিতীয়। এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়টি তাই গুরুত্ব নিয়ে সামনে চলে এসেছে।
আলোচনা অনুষ্ঠানে নরসিংদী আধুনিক চক্ষু হাসপাতাল এবং মেডিকেল সার্ভিসেসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
