ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

তবুও ভুয়া উপাচার্য পরিচয়ে প্রতারণা

সকালের সময়ে সংবাদ প্রকাশের পরে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ভুয়া ভিসি সাদেক বরখাস্ত


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১০-৩-২০২২ রাত ১২:৩২

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পরে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অপসারণ হওয়া সেই সাদেক আবারও শুরু করছে ভুয়া উপাচার্য পরিচয়ে প্রতারণা। ২১ ফেব্রুয়ারী ২০২২ উপলক্ষে লেট এডিশন নামের এসএ টিভি আয়োজিত একটি টকশো অনুষ্ঠানে উপাচার্য পরিচয় দিতে দেখা গেছে এশিয়ান ইউনিভার্সিটির সেই ভুয়া উপাচার্য সাদেককে।

একই ভাবে তিনি ভুয়া উপাচার্য পরিচয়ে গত একযুগ ধরে এশিয়ান ইউনিভার্সিটি নিয়ন্ত্রণে রেখে নানা রকমের অনৈতিক ও অবৈধ কাজে লিপ্ত ছিল। সরকার তাকে অপসারণ করলেও ভুয়া পরিচয় দিয়ে তিনি ২১শে ফেব্রুয়ারী এসএ টিভি আয়োজিত টকশোতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক সন্তোষ কুমার ঢালীর সাথে সরাসরি উপস্থিত ছিলেন।

ভার্চ্যুয়াল ভাবে যুক্ত ছিলেন সাবেক তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান। এমন সকল গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের মধ্যেই সাদেক ভুয়া উপাচার্য পরিচয় দিয়ে তার প্রতারণা অব্যাহত রাখছে। টিভি টকশোতে সাদেকের পরিচয় এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে উপস্থাপন করে উপস্থাপক সোনিয়া হক। সাদেক তখন সোনিয়া হকের দিকে মাথা নেড়ে ইশারায় সম্মতি জানায়। টিভির কোটি দর্শক শ্রোতা সাদেককে উপাচার্য হিসেবে পরিচয় পেলেও বাস্তবে তিনি উপাচার্য নয়। এটা সবচেয়ে বড় প্রতারণা। এর আগেও তিনি নামের শুরুতে ইমিরেটাস অধ্যাপক উপাধি ব্যাবহার করে প্রতারণা করছে। মাদ্রাসা থেকে টাইটেল পাশ করা ছদ্মবেশী মাওলানা আবুল হাসান মোহাম্মদ সাদেক একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। ১৯৭১ সালে সাদেক মুক্তিযুদ্ধের ব্যাপক বিরোধী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তিনি পাকিস্তান টেলিভিশনে (বর্তমান বাংলাদেশ টেলিভিশন) টকশো অনুষ্ঠান করে পশ্চিম পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলো। তার নামে অভিযোগের স্তুপ ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও সরকারের সকল পর্যায়ের দপ্তরে। কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আমলে নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। কমিশন তার ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে একাধিকবার সুপারিশ করছে। অজানা কারনে ১২ বছর মন্ত্রনালয় নিরব থাকলেও দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পরে সকল দপ্তর নড়েচড়ে ওঠে।

২০২০ সালের পহেলা ডিসেম্বর দৈনিক সকালের সময় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মাওলানা সাদেকের ইমিরেটাস উপাধি সম্পর্কে ব্যাখ্যা চাইলে বেরিয়ে তার নানাবিধ কুকর্মের ইতিহাস। সনদ জালিয়াতি অর্থ পাচার নারী কেলেঙ্কারি ছাড়াও সাদেকের নানাবিধ কুকর্মের ইতিহাস নিয়ে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সাদেকের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়। কমিশন ১৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখে চিঠি দিয়ে তার নামের সাথে ইমিরেটাস উপাধি ব্যাবহার করতে নিষেধাজ্ঞা আরোপ করে। দৈনিক সকালের সময়ের সংবাদপত্রের রেফারেন্সে বিশ্ববিদ্যালয়টির সরকার ও রাজনীতি বিভাগের একজন শিক্ষার্থী ১৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাহাবুব হোসেনের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরে মন্ত্রনালয় সাদেককে কঠোর শাস্তির আওতায় আনতে ইউজিসিকে নির্দেশ দেয়।

১০ মার্চ ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে বলা হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে। একই তারিখে শামীমা বেগম স্বাক্ষরিত পৃথক চিঠিতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারকে সনদ জালিয়াতির অভিযোগে আইনের আওতায় আনতে ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়। রেজিস্ট্রার ফারুখ চাকুরীচ্যুত হলেও তাকে আইনের আওতায় আনতে দেখা যায়নি। সীমাহীন দুর্নীতি ও সনদ জালিয়াতির অভিযোগে অবশেষে ভুয়া ভিসি সাদেককে অপসারণ করেছে সরকার। বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নতুন ভিসি পেয়েছে।

৩০ নভেম্বর ২০২১ তারিখে মহামান্য রাষ্ট্রপতি ওই বিশ্ববিদ্যালয়ে শাজাহান খান নামের একজনকে ভিসি পদে নিয়োগ দিয়েছেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে নতুন ভিসি অবৈধ ভিসি সাদেকের পদাঙ্ক অনুসরণ করে সেখানে দ্বায়িত্ব পালন করছেন। তিনিও ইউজিসির নির্দেশ অমান্যকারীর একজন। নতুন ভিসি বিশ্ববিদ্যালয়টির ভিসি সাদেক পুত্রের অধীনস্থ একজন চাকুরীজীবির মতো আচরণ করছেন। সাদেকের অদৃশ্য নির্দেশনা নিয়ে সকল কাজ করতে হয় তাকে। পারিবারিক উত্তরাধিকার সুত্রে পাওয়া সম্পদের মতো পাওয়া বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণ করেছে সাদেকের পুত্র মুহাম্মদ জাফর সাদেক। জাফর এই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। পিতা পুত্রগং নিয়ন্ত্রিত এই বিশ্ববিদ্যালয়টির ট্রাষ্টি বোর্ডে আছে বোমা হামলার আসামি এবং চিহ্নিত যুদ্ধাপরাধী।

এমএসএম / এমএসএম

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম