ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

তবুও ভুয়া উপাচার্য পরিচয়ে প্রতারণা

সকালের সময়ে সংবাদ প্রকাশের পরে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ভুয়া ভিসি সাদেক বরখাস্ত


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১০-৩-২০২২ রাত ১২:৩২

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পরে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অপসারণ হওয়া সেই সাদেক আবারও শুরু করছে ভুয়া উপাচার্য পরিচয়ে প্রতারণা। ২১ ফেব্রুয়ারী ২০২২ উপলক্ষে লেট এডিশন নামের এসএ টিভি আয়োজিত একটি টকশো অনুষ্ঠানে উপাচার্য পরিচয় দিতে দেখা গেছে এশিয়ান ইউনিভার্সিটির সেই ভুয়া উপাচার্য সাদেককে।

একই ভাবে তিনি ভুয়া উপাচার্য পরিচয়ে গত একযুগ ধরে এশিয়ান ইউনিভার্সিটি নিয়ন্ত্রণে রেখে নানা রকমের অনৈতিক ও অবৈধ কাজে লিপ্ত ছিল। সরকার তাকে অপসারণ করলেও ভুয়া পরিচয় দিয়ে তিনি ২১শে ফেব্রুয়ারী এসএ টিভি আয়োজিত টকশোতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক সন্তোষ কুমার ঢালীর সাথে সরাসরি উপস্থিত ছিলেন।

ভার্চ্যুয়াল ভাবে যুক্ত ছিলেন সাবেক তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান। এমন সকল গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের মধ্যেই সাদেক ভুয়া উপাচার্য পরিচয় দিয়ে তার প্রতারণা অব্যাহত রাখছে। টিভি টকশোতে সাদেকের পরিচয় এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে উপস্থাপন করে উপস্থাপক সোনিয়া হক। সাদেক তখন সোনিয়া হকের দিকে মাথা নেড়ে ইশারায় সম্মতি জানায়। টিভির কোটি দর্শক শ্রোতা সাদেককে উপাচার্য হিসেবে পরিচয় পেলেও বাস্তবে তিনি উপাচার্য নয়। এটা সবচেয়ে বড় প্রতারণা। এর আগেও তিনি নামের শুরুতে ইমিরেটাস অধ্যাপক উপাধি ব্যাবহার করে প্রতারণা করছে। মাদ্রাসা থেকে টাইটেল পাশ করা ছদ্মবেশী মাওলানা আবুল হাসান মোহাম্মদ সাদেক একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। ১৯৭১ সালে সাদেক মুক্তিযুদ্ধের ব্যাপক বিরোধী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তিনি পাকিস্তান টেলিভিশনে (বর্তমান বাংলাদেশ টেলিভিশন) টকশো অনুষ্ঠান করে পশ্চিম পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলো। তার নামে অভিযোগের স্তুপ ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও সরকারের সকল পর্যায়ের দপ্তরে। কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আমলে নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। কমিশন তার ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে একাধিকবার সুপারিশ করছে। অজানা কারনে ১২ বছর মন্ত্রনালয় নিরব থাকলেও দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পরে সকল দপ্তর নড়েচড়ে ওঠে।

২০২০ সালের পহেলা ডিসেম্বর দৈনিক সকালের সময় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মাওলানা সাদেকের ইমিরেটাস উপাধি সম্পর্কে ব্যাখ্যা চাইলে বেরিয়ে তার নানাবিধ কুকর্মের ইতিহাস। সনদ জালিয়াতি অর্থ পাচার নারী কেলেঙ্কারি ছাড়াও সাদেকের নানাবিধ কুকর্মের ইতিহাস নিয়ে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সাদেকের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়। কমিশন ১৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখে চিঠি দিয়ে তার নামের সাথে ইমিরেটাস উপাধি ব্যাবহার করতে নিষেধাজ্ঞা আরোপ করে। দৈনিক সকালের সময়ের সংবাদপত্রের রেফারেন্সে বিশ্ববিদ্যালয়টির সরকার ও রাজনীতি বিভাগের একজন শিক্ষার্থী ১৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাহাবুব হোসেনের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরে মন্ত্রনালয় সাদেককে কঠোর শাস্তির আওতায় আনতে ইউজিসিকে নির্দেশ দেয়।

১০ মার্চ ২০২১ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত চিঠিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে বলা হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে। একই তারিখে শামীমা বেগম স্বাক্ষরিত পৃথক চিঠিতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারকে সনদ জালিয়াতির অভিযোগে আইনের আওতায় আনতে ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়। রেজিস্ট্রার ফারুখ চাকুরীচ্যুত হলেও তাকে আইনের আওতায় আনতে দেখা যায়নি। সীমাহীন দুর্নীতি ও সনদ জালিয়াতির অভিযোগে অবশেষে ভুয়া ভিসি সাদেককে অপসারণ করেছে সরকার। বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নতুন ভিসি পেয়েছে।

৩০ নভেম্বর ২০২১ তারিখে মহামান্য রাষ্ট্রপতি ওই বিশ্ববিদ্যালয়ে শাজাহান খান নামের একজনকে ভিসি পদে নিয়োগ দিয়েছেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে নতুন ভিসি অবৈধ ভিসি সাদেকের পদাঙ্ক অনুসরণ করে সেখানে দ্বায়িত্ব পালন করছেন। তিনিও ইউজিসির নির্দেশ অমান্যকারীর একজন। নতুন ভিসি বিশ্ববিদ্যালয়টির ভিসি সাদেক পুত্রের অধীনস্থ একজন চাকুরীজীবির মতো আচরণ করছেন। সাদেকের অদৃশ্য নির্দেশনা নিয়ে সকল কাজ করতে হয় তাকে। পারিবারিক উত্তরাধিকার সুত্রে পাওয়া সম্পদের মতো পাওয়া বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণ করেছে সাদেকের পুত্র মুহাম্মদ জাফর সাদেক। জাফর এই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। পিতা পুত্রগং নিয়ন্ত্রিত এই বিশ্ববিদ্যালয়টির ট্রাষ্টি বোর্ডে আছে বোমা হামলার আসামি এবং চিহ্নিত যুদ্ধাপরাধী।

এমএসএম / এমএসএম

চাকসু নির্বাচনের প্রথম প্যানেলের মনোনয়ন নিল ছাত্র ইউনিয়ন–ছাত্রফ্রন্টের 'দ্রোহ পর্ষদ'

ইবির সাবেক শিক্ষার্থীর হত্যাকারী তার নিজেরই সন্তান :পুলিশের চাঞ্চল্যকর তথ্য

মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

ড.আব্দুল মুঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইবিতে স্মরণসভা

আচরণবিধি 'লঙ্ঘন' করে চলছে রাকসুর প্রচার-প্রচারণা

৫২ঘন্টা পর অনশন ভাঙ্গলেন চবির ৯ শিক্ষার্থী

দুই কেন্দ্রে ভোট গণনা বাকি, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা

রাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ

১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ, দুপুরে চূড়ান্ত ফলাফল ঘোষণা

জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯

শেকৃবিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: ইতিহাস-আইনের ভিত্তিতে ফিরে এল প্রকৃত প্রতিষ্ঠা দিবস