দোকানেও বিক্রি হয় টিসিবির তেল!
ঠাকুরগাঁও শহরের বাইরের বিভিন্ন হাট-বাজারের দোকানে বিক্রি হচ্ছে টিসিবির সয়াবিন তেল। কষ্ট করে লাইনে না দাঁড়িয়ে দোকানে গেলেই পাওয়া যাচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্যে বরাদ্দ করা এই সরকারি পণ্য। তবে তা বিক্রি হচ্ছে খোলাবাজারের দরে।
খবর পেয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের একটি দোকানে গেলে দেখা যায়, ওই দোকানের রেকে শোভা পাচ্ছে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা টিসিবির বেশ কিছু বসুন্ধরা সয়াবিন তেল। কিনতে চাইলে দেওয়ার আগেই ২ লিটার তেলের জন্যে দোকানি দাম হাঁকালেন ৩৪০ টাকা। যদিও বোতলের গায়ে কোনো মূল্য লেখা ছিলোনা। বোতলের একপাশের স্টিকার ছেড়া। দোকানের পিছনদিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেলো টিসিবির মনোগ্রামসহ আরও এক বক্স সয়াবিন তেল।
দোকানে রাখা সয়াবিন তেলগুলো টিসিবির পণ্য হওয়ার বিষয়টি স্বীকার করে দোকানদার আকরাম বলন, দোকানের ছেলেরা লাইনে দাঁড়িয়ে একটি একটি করে কিনেছিলো। বাসায় খাবার জন্যে রেখেছি। ছেলেটি ভুল করে ক্রেতার কাছে বিক্রি করতে চেয়েছিলো।
তবে দোকানে পাওয়া টিসিবির বক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।নাম প্রকাশে অনিচ্ছুক পাশের এক দোকানদার বলেন, বাজারের প্রায় প্রতিটি দোকানে এরকম টিসিবির তেল, ডাল ও চিনি পাওয়া যাবে। সবাই প্রায় খোলামেলা ভাবেই এগুলো বিক্রি করছে। কিন্তু প্রশাসনকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না।আকরামের মোদি দোকানে টিসিবির পণ্যের ফুটেজ নেবার সময় বাজারের ক্রেতাসাধারণের ভিড় জমে যায়। অনেকেই দোকানিকে অসাধু আখ্যা দিয়ে দোকান বয়কটের ঘোষণা দিতে থাকে। এই ঘটনা চলাকালীন সময়ে অন্যান্য অনেক মুদি দোকান বন্ধ করে দেওয়ার দৃশ্য চোখে পড়ে।
উপস্থিত এক ক্রেতা জানান, এই দোকান থেকে এর আগে আমি এমনি একটি তেলের বোতল কিনে নিয়ে গেছি। আমি না জেনে এটা কিনেছিলাম। এই অসাধু ব্যবসায়ী ও তাদেরকে সহযোগিতা যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।এই বিষয়ে সেই এলাকার টিসিবির ডিলার শিমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেই দোকানে পাওয়া টিসিবির তেল কোথা থেকে এসেছে আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে কখনোই বিক্রি করিনি।
ঠাকুরগাঁও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দুরের বাজারগুলোতে একটু কম যাওয়া হচ্ছে। তবে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দিনাজপুরে কেজিতে ১০-২৫ টাকা বেড়েছে নতুন আলুর দাম
হাটহাজারীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো হাইচ চালকের
লাকসামে লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক সকালের সময়ের ১ দশকে পদার্পণ উপলক্ষ্যে হিলিতে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত
রাজস্থলী কুদুমছড়া বৌদ্ধ বিহারে পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা নানা আয়োজনের সম্পন্ন
মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও গোচারণভূমি দখলের অভিযোগ
দিগন্ত জুড়ে হলুদে রাঙা ক্ষেতলাল, সরিষা ফুলে হাসছে মাঠ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ভূরুঙ্গামারীতে অসহায় বৃদ্ধের পাশে শ্রী পরিমল চন্দ্র সাহা
সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাশের আত্মহত্যা এখন হত্যা মামলায় রূপান্তর, স্বামী কারাগারে
একনজরে লক্ষ্মীপুর জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখার ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার