ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলের চলাচলের রাস্তা বন্ধ করায় ১ সপ্তাহ যাবৎ ২০ টি পরিবার অবরুদ্ধ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-৩-২০২২ বিকাল ৫:৩৬
 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় এক সপ্তাহ যাবৎ ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এলাকার প্রভবশালী মনিরুজ্জামান মনি ও মামুন হোসেনের বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ উঠেছে। রাস্তাটি বন্ধ করায় প্রতিবেশী পরিবারগুলো ৫ দিন ধরে চলাচলে বিড়ম্বনায় পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামে চলাচলের জন্য একটি রাস্তায় মাটি ফেলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার কিছু দূর পর আড়া আড়িভাবে সরিষা খড়ের স্তুপ দিয়ে  রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, পুরো রাস্তাটির দৈর্ঘ্য ছিল ৬৮০ ফুট ও প্রস্থ ৮ ফুট। ৫ বছর ধরে ওই পরিবারগুলো রাস্তাটি দিয়ে চলাচল করত। হঠাৎ গত ১১ মার্চ প্রতিবেশী মনিরুজ্জামান মনি ও মামুন হোসেন রাস্তাটিতে উচু করে মাটি ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় ২০টি পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন। অবরুদ্ধ একটি পরিবারের সদস্য ফরমান আলী বলেন, আমরা আশ-পাশের পরিবারগুলো খুব বিপদে আছি। পূর্ব শত্রুতার জেরে  রাস্তাটি বন্ধ করেছেন, তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। প্রায় ৫/৬ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে পরিবারগুলো চলাচল করে আসছিল। এখন মনিরুজ্জামান মনি ও মামুন হোসেন রাস্তাটি দখল করে নেন।  ৫ দিন ধরে চলাচলে আমরা বেকায়দার মধ্যে রয়েছি। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছিনা। অবরুদ্ধ পরিবারের আরেক সদস্য বৃদ্ধ শামছুল হক বলেন, আমি বয়স্ক ও অসুস্থ মানুষ। ডাক্তারের কাছে যাব তাও, যাওয়ার উপায় নাই। বাড়ী থেকে বের হওয়ার একটা রাস্তা, তাও ওরা বন্ধ করে রেখেছে। 
মনিরুজ্জামান মনি বলেন, রাস্তার পুরো জমিই আমাদের। এটা মুলত কোন রাস্তা নয়। তাঁরা দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা দিয়ে চলাচল করেছেন। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী বলেন, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
ঘাটাইল থানার এসআই বাবুল হোসাইন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চলাচলের রাস্তাটি উন্মুক্ত করে দেয়ার জন্য বলে এসেছি। উন্মুক্ত না করে দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।    

এমএসএম / এমএসএম

কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ

জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা

বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ

সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত

মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক

মধুখালীর ডুমাইনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার গাছের গুলাই বিক্রি