ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মান্দায় ভূমি কর্মকর্তাদের ম্যানেজ করে পুকুর খনন: নষ্ট হচ্ছে রাস্তাঘাট


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ২:৩৯

নওগাঁর মান্দায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে ম্যানেজ করে পুকুর খনন ও মাটি ব্যবসার কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এতে নষ্ট হচ্ছে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। এ নিয়ে মাথা ব্যথা নেই  সংশ্লিষ্টদের। ইউনিয়ন ভূমি কর্মকর্তারা টাকা নিয়ে মাটি কাটার মৌখিক অনুমতি দিলেও নজর নেই রাস্তাঘাট দিকে। স্থানীয়দের অভিযোগ নিজেদের পকেট ভারি করতে মাটি  ব্যবসায়ীদের নিকট জিম্মি হয়ে পড়েছে ইউনিয়ন ও উপজেলা ভূমি কর্তারা । 

প্রতিনিয়ত সরকারের কোটি টাকা রাস্তা নষ্ট হচ্ছে মাটি বহনের ফলে। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের কারণে পার পেয়ে যাচ্ছেন মাটি ব্যবসায়ীরা। মাটি ব্যবসা বেশ লাভজনক হওয়ায় দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে এই ব্যবসা।  জমি ও পুকুর মালিককে প্রলোভন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন ইট ভাটায়। আবার অনেকে মাটি কিনে নিচু জমি পূরণ করছেন। কেউ করছে পুকুর ভরাট। যার কারণে উপজেলা জুড়ে প্রায়  ২ শতাধিক ট্রাক্টর মাটি বহন করে রাস্তাঘাট নষ্ট করে চলেছেন। মাটি ব্যবসায়ীরা ফায়দা লুটছে আর ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। নিমিষে নষ্ট হতে চলেছে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। উপজেলার আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে মাটিবাহী ট্রাক্টর চলাচলে নেই কোন বাঁধা নিষেধ। আঞ্চলিক মহাসড়ক মেখে যাচ্ছে কাদামাটিতে। দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক যানবাহন এবং মোটরসাইকেল আরোহীরা। এছাড়াও  নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। গাড়ি চলাচলে  রাস্তায় জমছে অধিক ধুলা।রাস্তায় ধুলো-বালু জমার কারণে বাতাসে উঠে নষ্ট হচ্ছে বাসতবাড়ির টিনের ছাওনি ও ঘরের আসবাবপত্র। এছাড়াও পথচারীদের শরীর মেখে যাচ্ছে ধুলা বালিতে। স্হানীয়রা প্রতিবাদ করলেও মিলছেনা প্রতিকার। হিতে বিপরীত । 

অনুমোদন বিহীন কৃষি কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে মাটি বহন করার ফলে দ্রুত রাস্তাঘাট নষ্ট হচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি । সরেজমিনে গিয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পুকুর খননের হিড়িক।  অনেকের অভিযোগ প্রশাসনকে বারবার অবহিত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করছেন না।

জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীর্ঘদিন না থাকার কারণে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের দৌরাত্ম্য বেড়েছে।  সেই সুযোগে কিছু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা মাটি ব্যবসায়ীদের সুযোগ  সৃষ্টি মাধ্যমে লাভবান হতে  মাটি ব্যবসায়ীদের কে অভয় দিয়ে বলেন, ইউএনও স্যার মাটির পয়েন্টে আসার আগে  জানিয়ে দিবো। আপনারা  মাটি কাটেন।

কথা প্রসঙ্গে অনুমোদন আছে কিনা জানতে চাইলে নাম প্রকাশ না করা সর্তে কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের কন্ট্রাক করে মাটি বিক্রি করছি। ইউএনও স্যার অভিযানে নামলে তারা আগে জানিয়ে দেয়। তখন কিছু সময়ের জন্য মাটি কাটা বন্ধ রাখি। এরপর  যারা যোগাযোগ করেনি তাদের পয়েন্টে স্যারকে নিয়ে গিয়ে জরিমানা করান।

উপজেলার সচেতন ব্যক্তিরা জানান, দ্রুত মাটি ব্যবসা বন্ধ না করলে রাস্তা নষ্ট হয়ে চরম ভোগান্তির শিকার হবেন মান্দাবাসি। মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, শ্রেণীভূক্ত পুকুর খনন করতে পারবে। কিন্তু রাস্তা নষ্ট করে মাটি বহন করতে পারবে না ।

 

এমএসএম / এমএসএম

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন