উলিপুরে নদীবেষ্টিত চরাঞ্চলে জাপানি জাতের মিষ্টি আলুর ব্যাপক ফলন

কুড়িগ্রামের উলিপুরে নদীবেষ্টিত চরাঞ্চলগুলোতে জাপানি জাতের মিষ্টি আলুর ব্যাপক ফলন হয়েছে। এতে গত বছর চরাঞ্চলের কৃষকদের অধিক লাভ হওয়ায় এবার এই বিদেশি জাতের মিষ্টি আলু চাষে ব্যাপক সাড়া পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের আদর্শ মিষ্টি আলু চাষিদের মাঝে জাপানি জাতের মিষ্টি আলুর বীজ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হয়। জাপানি জাতের মিষ্টি আলু-ওকিনাওয়া ও মুরাসাকি বাউ মিষ্টি আলু ১, ২ ও ৩ জাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত হয়ে কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চল এলাকায় ব্যাপক প্রসারতা লাভ করেছে। গত বছর অধিক ফলন হওয়ায় এবার উপজেলার চরাঞ্চলে হেক্টরময় হেক্টর জমিতে এ মিষ্টি আলুর চাষ করেছেন চাষিরা।
আরো জনা যায়, ব্যাপক ফলনের আশায় উপজেলার চরাঞ্চলে জাপানি উন্নতমানের মিষ্টি আলুর জাতগুলোর মধ্যে ওকিনাওয়া ও মুরাসাকি বাউ মিষ্টি আলু প্রায় ২ হেক্টর জমির মধ্যে ১৫টি প্রদর্শনী রয়েছে। উক্ত ১৫টি প্রদর্শনীভুক্ত কৃষকদের মধ্যে প্রণোদনা হিসেবে বিনা পয়সায় বীজ ও সার দেয়া হয়েছে। প্রদর্শনী প্লট আকারে আছে উপজেলার বেগমগঞ্জ, বকশিগঞ্জ, থেতরাই, গোড়াইপিয়ার, কদমতলা, দলদলিয়া, বুড়াবুড়ি, হকেরচর। এছাড়াও গত বছর এ উন্নত জাতের মিষ্টি আলু চাষ করে অধিক ফলনে বাজারে রপ্তানি করে অনেক মুনাফা পাওয়ায় প্রদর্শনী প্লটসহ প্রায় ১৬৫ হেক্টর জমির মধ্যে মিষ্টি আলুর চাষ করা হয়।
মিষ্টি আলু চাষি আইয়ুব আলী, মোস্তাফিজুর, রাশেদুল ও মোজাম্মেল হক বলেন, আমরা প্রদর্শনী হিসেবে প্লট আকারে উন্নতমানের মিষ্টি আলুর চাষ করেছি। উক্ত বীজ ও সার উলিপুর কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে বিনা পয়সায় পেয়েছি। এবার অনেক ভালো ফলন হয়েছে। আশা করি অনেক মুনাফা অর্জন হবে।
উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, উন্নতমানের মিষ্টি আলুর জাত হওয়ায় অধিক ফলন হয়, যা আলু চাষিরা বাজারে রপ্তানি করে অনেক টাকা আয় করেন। ফলে মিষ্টি আলু চাষ করতে চাষিদের অনেক আগ্রহ বেড়েছে। বাউ মিষ্টি আলুতে রয়েছে অনেক পুষ্টি। মানুষের শরীরে এন্টি-অক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিনসমৃদ্ধ, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
তিনি আরো বলেন এবার উপজেলার চরাঞ্চলে মোট ১৭টি প্রদর্শনী প্লটে আছে প্রায় ২ হেক্টর জমি। এছাড়া এ মিষ্টি আলুর চাষ করেছেন উপজেলায় প্রায় ১৬৫ হেক্টর জমিতে।
এমএসএম / জামান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী
Link Copied