ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

উলিপুরে নদীবেষ্টিত চরাঞ্চলে জাপানি জাতের মিষ্টি আলুর ব্যাপক ফলন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ১২:১
কুড়িগ্রামের উলিপুরে নদীবেষ্টিত চরাঞ্চলগুলোতে জাপানি জাতের মিষ্টি আলুর ব্যাপক ফলন হয়েছে। এতে গত বছর চরাঞ্চলের কৃষকদের অধিক লাভ হওয়ায় এবার এই বিদেশি জাতের মিষ্টি আলু চাষে ব্যাপক সাড়া পড়েছে।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের আদর্শ মিষ্টি আলু চাষিদের মাঝে জাপানি জাতের মিষ্টি আলুর বীজ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হয়। জাপানি জাতের মিষ্টি আলু-ওকিনাওয়া ও মুরাসাকি বাউ মিষ্টি আলু ১, ২ ও ৩ জাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত হয়ে কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চল এলাকায় ব্যাপক প্রসারতা লাভ করেছে। গত বছর অধিক ফলন হওয়ায় এবার উপজেলার চরাঞ্চলে হেক্টরময় হেক্টর জমিতে এ মিষ্টি আলুর চাষ করেছেন চাষিরা। 
 
আরো জনা যায়, ব্যাপক ফলনের আশায় উপজেলার চরাঞ্চলে জাপানি উন্নতমানের মিষ্টি আলুর জাতগুলোর মধ্যে ওকিনাওয়া ও মুরাসাকি বাউ মিষ্টি আলু প্রায় ২ হেক্টর জমির মধ্যে ১৫টি প্রদর্শনী রয়েছে। উক্ত ১৫টি প্রদর্শনীভুক্ত কৃষকদের মধ্যে প্রণোদনা হিসেবে বিনা পয়সায় বীজ ও সার দেয়া হয়েছে। প্রদর্শনী প্লট আকারে আছে উপজেলার বেগমগঞ্জ, বকশিগঞ্জ, থেতরাই, গোড়াইপিয়ার, কদমতলা, দলদলিয়া, বুড়াবুড়ি, হকেরচর। এছাড়াও গত বছর এ উন্নত জাতের মিষ্টি আলু চাষ করে অধিক ফলনে বাজারে রপ্তানি করে অনেক মুনাফা পাওয়ায় প্রদর্শনী প্লটসহ প্রায় ১৬৫ হেক্টর জমির মধ্যে মিষ্টি আলুর চাষ করা হয়।
 
মিষ্টি আলু চাষি আইয়ুব আলী, মোস্তাফিজুর, রাশেদুল ও মোজাম্মেল হক বলেন, আমরা প্রদর্শনী হিসেবে প্লট আকারে উন্নতমানের মিষ্টি আলুর চাষ করেছি। উক্ত বীজ ও সার উলিপুর কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে বিনা পয়সায় পেয়েছি। এবার অনেক ভালো ফলন হয়েছে। আশা করি অনেক মুনাফা অর্জন হবে।
 
উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, উন্নতমানের মিষ্টি আলুর জাত হওয়ায় অধিক ফলন হয়, যা আলু চাষিরা বাজারে রপ্তানি করে অনেক টাকা আয় করেন। ফলে মিষ্টি আলু চাষ করতে চাষিদের অনেক আগ্রহ বেড়েছে। বাউ মিষ্টি আলুতে রয়েছে অনেক পুষ্টি। মানুষের শরীরে এন্টি-অক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিনসমৃদ্ধ, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
 
তিনি আরো বলেন এবার উপজেলার চরাঞ্চলে মোট ১৭টি প্রদর্শনী প্লটে আছে প্রায় ২ হেক্টর জমি। এছাড়া এ মিষ্টি আলুর চাষ করেছেন উপজেলায় প্রায় ১৬৫ হেক্টর জমিতে।

এমএসএম / জামান

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি