পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীকে বরণ করবে ২২০টি রং-বেরংয়ের নৌকা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত করা হয়েছে ২২০টি রং-বেরংয়ের নৌকা। উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে বরিশাল চারুকলা বিদ্যালয়ের ১০ জন শিল্পী এ নৌকাগুলোকে প্রস্তুত করেছেন। প্রায় ৪ দিন ওই ১০ শিল্পীসহ মোট ৩৫ জন সহকারীর প্রচেষ্টার পর এ নৌকাগুলোর সাজসজ্জার কাজ শেষ হয়েছে। লাল, সবুজ, নীল এবং হলুদ রংয়ে এগুলো সজ্জিত করা হয়েছে। তবে কোনো কালো রং এসব নৌকায় ব্যবহার করা হয়নি।
জানা গেছে, ২১ মার্চ সোমবার দেশের সর্ববৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি দেশের প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন তিনি। ২০১৬ সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
এদিন নৌকাগুলো রাবনাবাদ নদীর মোহনায় সারিবদ্ধ করে রাখা হবে। এর মধ্যে ১ শ‘ নৌকা থাকবে পালতোলা, ১শ‘ নৌকায় থাকবে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেষ্টুন এবং বাকি ২০ টি নৌকায় থাকবে নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রং বেরংয়ের পোশাকে ২ জন করে মোট ৪শ‘ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী নৌকা পরিদর্শনকালে স্লোগানে স্লোগানে মুখরিত হবে রাবনাবাদ চ্যানেল। উপকূলীয় মানুষের জীবনাচারন ও নদী ভিত্তিক অর্থনীতিতে এ অঞ্চলে মানুষের ইতিহাস ঐতিহ্য এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।
বরিশাল চারুকল বিদ্যালয়ের প্রধান শিল্পী তাপস কর্মকার দৈনিক সকালের সময়কে জানান, স্বাধীনতা দিবসের তাৎপর্যে উদ্ধুদ্ধ হয়ে চারুকলা বিদ্যালয়ের শিল্পীরা বেশির ভাগ লাল এবং সবুজ রং ব্যবহার করে বিভিন্ন আল্পনায় এসব নৌকাগুলো ফুটিয়ে তুলেছেন। দিনরাত মিলিয়ে ৪ দিন অক্লান্ত পরিশ্রমের পর নৌকা গুলোতে আল্পনায় সাজানোর কাজ শেষ হয়েছে।
পর্যটন উদ্যোক্তা জলতরনীর স্বত্তাধিকারী আরিফ রহমান দৈনিক সকালের সময়কে জানান, নৌকাগুলো প্রস্তুতের সময় স্বেচ্ছাসেবক হিসেবে চারুকলা শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করেছি। শিক্ষার্থীর হাতের নিপুন ছোয়ায় নৌকা গুলো মনভোলানো সাজে সজ্জিত হয়েছে।
কুয়াকাটা মৎস্যজীবী সংগঠন আশার আলো সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ দৈনিক সকালের সময়কে বলেন, আমাদের বেড়ে ওঠা জেলে পল্লীতে সমুদ্র সামরিক জীবন নিয়ে আমরা বেড়ে উঠেছি নৌকা আমাদের জীবনের একটি অংশ। তাই একে রংবেরঙের ডিজাইন করে সাজিয়েছি। তিনি আরো বলেন আগামী ২১শে মার্চ আমরা নৌকাগুলোতে পালতুলে পায়রা নদীতে প্রধানমন্ত্রীর আগমনে স্তরের পাশে প্রদর্শন করব। যাতে প্রধানমন্ত্রী কলাপাড়া-কুয়াকাটা উপকূলীয় জেলেদের কথা ভুলে না যান।
পটুয়াখালী জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স দৈনিক সকালের সময়কে জানান, উপকূলের মানুষের জীবনযাত্রা তুলে ধরতেই এ নৌকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আশা করছি এগুলো মনভোলানো সাজে সজ্জিত হবে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ (পিপিএম)বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নিরাপত্তার মধ্যে রয়েছে সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে এরই মধ্যে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা বাহিনীর মাঠে কাজ করছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, শুধু পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুতই নয় ওই দিন দেশের শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
এমএসএম / জামান

বোদার নিবন্ধন ছাড়া সহকারী শিক্ষক কাওছার আলীকে মাওশির শোকজ

জামায়াত-এনসিপি ও আ.লীগের এজেন্টরা পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে' বললেন বিএনপি নেতা

রাজারহাট বিএনপির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩
