আধিপত্য বিস্তারে
লালমনিরহাটে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

লালমনিরহাটে শ্রমিকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইক্রোবাস, বাস ও মিনিবাস শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন থেকে উভয় গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন শ্রমিক নেতা আহত হয়েছেন। রোববার (২০ মার্চ) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন থেকে লালমনিরহাটে বাস মিনিবাস শ্রমিকদের কোনো কমিটি না থাকায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ একক প্রাধান্য বিস্তার করে আসছেন। এরই মধ্য ওই সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তাদের পূর্বের দায়িত্বে থাকা কয়েকজন শ্রমিক নেতা শ্রমিকদের নিজস্ব অফিস বানানোর জন্য ক্রয়কৃত ৮ শতাংশ জমি বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেন। ঘটনাটি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও বিভেদ সৃষ্টি হয় এবং শ্রমিকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। শুরু হয় শ্রমিকদের আন্দোলন। সাধারণ শ্রমিকরা বর্তমান সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুলকে সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটির দাবি জানান।
সাধারণ শ্রমিকদের আন্দোলনের তোপের মুখে পড়ে বাধ্য হয়ে সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুল আগামী ২১ মার্চ লোক দেখানো বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একটি সাধারণ সভার ডাক দেন। এরই পরিপ্রেক্ষিতে তারা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে ঢাকা বাসস্ট্যান্ড ও কেন্দ্রীয় বাস টার্মিনালে মহড়া প্রদর্শন করতে থাকেন।
রোববার দুপুরে সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুলের বহিরাগত সন্ত্রাসী বাহিনী কেন্দ্রীয় বাসস্টান্ডে গেলে অপর গ্রুপের প্রকৃত শ্রমিক নেতা লাবু ও দুলুকে বেদম মারপিট করে। পরে সাধারণ শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শ্রমিক নেতা মুন্না গুরুতর আহত হয়। এ সময় রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আট্কা পড়ে যান জোটের সৃষ্টি হয়। দির্ঘক্ষন ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শ্রমিকরা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিক নেতা মুন্না জানান, আমরা সাধারণ শ্রমিকদের ন্যায় আদায়ের জন্য আন্দোলন করছি। কিন্তু বর্তমান সভাপতি ও সম্পাদক জোড় করে ক্ষমতায় থেকে শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছে। তারা সাধারন শ্রমিকদের রক্ত ঝড়ানো অর্থে ক্রয়কৃত জমি অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করার জন্যই তারা সন্ত্রাসী ভাড়া করে এ হামলা চালায়। আমরা এর ন্যায্য বিচার দাবী করছি।
সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বহিরাগত সন্ত্রাসী নিয়ে মহড়া ও হামলার কথা অস্বীকার করে বলেন, আমরা সব সময় সাধারন শ্রমিকদের কথা চিন্তা করে কাজ করছি। এজন্য আগামীকাল আমরা সাধারণ সভার আয়োজন করার ঘোষনা দিয়েছি। খুব শিঘ্রই একটি গ্রহন যোগ্য নির্বাচন করার চেষ্টা চলছে। এ ঘটনায় সভাপতি আমিনুল ইসলাম আহত হয়েছেন বলেও জানান তিনি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত
Link Copied