ফুলছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে ফুলছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দফতর, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও পরিচিতি সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অর্ডিনেটর আল ফারুক সরকার মুরাদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। মতবিনিময় সভায় বক্তারা ফুলছড়ি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, সকলের মতামতের ভিত্তিতে বুঝতে পেরেছি ফুলছড়ি একটি নদী ভাঙনকবলিত উপজেলা। এ উপজেলার সিংহভাগ মানুষ নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করেন। ফুলছড়ি উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের জন্য সরকারের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গাইবান্ধা জেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এরআগে জেলা প্রশাসক মো. অলিউর রহমান প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদের জন্য নির্মিত বীর নিবাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ফুলছড়ি থানা, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, উদাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বরগুনা জেলার কৃতী সন্তান মো. অলিউর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের (চুক্তি ও বৈদেশিক নিয়োগ) শাখায় উপসচিব পদে কর্মরত ছিলেন। গত ১৩ জানুয়ারি তিনি গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এমএসএম / জামান
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া